Advertisement

রিচা-শেফালিদের সম্মান জানাবেন সচিন, BCCI-এর অভিনব উদ্যোগ

ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ (ICC U-19 Women World Cup 2023) চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। এরপরেই বিসিসিআই-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মোটা অঙ্কের টাকাও পুরস্কার হিসেবে পাবেন শেফালি ভর্মা, রিচা ঘোষরা। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে গোটা দলকে মোট পাঁচ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। এই পুরস্কারমূল্য তুলে দেবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2023,
  • अपडेटेड 12:08 PM IST
  • টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত
  • সম্মান জানাবে bcci

ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ (ICC U-19 Women World Cup 2023) চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। এরপরেই বিসিসিআই-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মোটা অঙ্কের টাকাও পুরস্কার হিসেবে পাবেন শেফালি ভর্মা, রিচা ঘোষরা। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে গোটা দলকে মোট পাঁচ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। এই পুরস্কারমূল্য তুলে দেবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

ভারত ও নিউজিল্যান্ডের শেষ টি২০ ম্যাচ দেখতে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আমন্ত্রণ জানানো হয়েছে বিশবকাপজয়ী দলকে। জয় শাহ জানিয়েছেন, এই অনুষ্ঠানে বিসিসিআই (BCCI) কর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন সচিন। আগামীকাল মোতারায় এই অনুষ্ঠান হওয়ার কথা। ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand 3rd T20I) শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়। তার আগে সন্ধ্যা সাড়ে ছ'টায় শেফালিদের সংবর্ধনা জানানো হবে। টসের পরেই সংবর্ধিত হবেন ক্রিকেটাররা। 

জয় শাহ টুইটারে লিখেছেন, 'আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, 'ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআই কর্মকর্তারা বিজয়ী ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অভিনন্দন জানাবেন। তরুণ ক্রিকেটাররা ভারতকে গর্বিত করেছে এবং আমরা তাদের কৃতিত্বকে সম্মান জানাব।' 

আরও পড়ুন: সুস্থ হচ্ছেন পন্ত, কবে ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে?

পোচেস্ক্রুমে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানে অলআউট করে ভারতের মেয়েরা। জবাবে ব্য়াট করতে নেমে শেফালিরা ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে নেন এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন।

আরও পড়ুন: T20-তে হিট, ওয়ানডে-তে ফ্লপ, সূর্যকুমারের এই হাল কেন?

এর আগে ভারতের কোনও মহিলা দল (Indian Women Cricket) কোনও পর্যায়ের বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হতে পারেনি। শুধু ভারতীয় ক্রিকেট নয়, এশিয়ার প্রথম দল হিসেবেও বিশ্বকাপ জিতলেন শেফালিরা। এই বছরেই প্রথমবার মেয়েদের আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই। এমন অবস্থায় মহিলা দলের এই বিশ্বকাপ জয় দারুণ স্পেশাল।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement