Advertisement

Sachin Tendulkar India Today Conclave: ODI ক্রিকেটের ভবিষ্যৎ শঙ্কায়, বাঁচাতে কী দাওয়াই দিলেন সচিন?

ওয়ানডে ক্রিকেটের (ODI Cricket) ভবিষ্যৎ কী? এনিয়ে নানা ধরনের মত উঠে আসছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkkar) এই ব্যাপারে মুখ খুলেছেন। ইন্ডিয়া টুডে কনক্লেভে (India Today Conclave) এসে একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানান মাস্টার ব্লাস্টার্স। সচিনও মনে করেন, ৫০ ওভারের ক্রিকেট এখন একঘেয়ে হয়ে গিয়েছে। 

সচিন তেন্ডুলকরসচিন তেন্ডুলকর
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Mar 2023,
  • अपडेटेड 1:49 PM IST
  • একঘেয়ে হয়ে যাচ্ছে একদিনের ক্রিকেট
  • বিকল্প ব্যবস্থার কথা বললেন সচিন

ওয়ানডে ক্রিকেটের (ODI Cricket) ভবিষ্যৎ কী? এনিয়ে নানা ধরনের মত উঠে আসছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkkar) এই ব্যাপারে মুখ খুলেছেন। ইন্ডিয়া টুডে কনক্লেভে (India Today Conclave) এসে একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানান মাস্টার ব্লাস্টার্স। সচিনও মনে করেন, ৫০ ওভারের ক্রিকেট এখন একঘেয়ে হয়ে গিয়েছে। 

মূলত দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা নিয়ে মুখ খুলেছেন সচিন। একদিনের ক্রিকেট সম্পর্কে বলতে গিয়ে সচিন বলেন, 'কোনও সন্দেহ নেই এই ফরম্যাট এখন একঘেয়ে হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চেইজি লিগের রম্রমা এর জন্য অকেটাই দায়ি।' গোটা ইনিংসে একটা বল ব্যবহার করলে পরের দিকে সেই বল রিভার্স স্যুইং হওয়ার সুযোগ থাকে। তবে দুই দিক থেকে আলাদা বল ব্যবহার করলে তা হয় না। এমনটাই মনে করেন সচিন। তিনি বলেন, 'একটা বল পুরনো হতে বা সেই বলে রিভার্স স্যুইং পেতে অন্তত ৩০ ওভার লাগে। তবে নতুন নিয়মে সেই সুযোগ নেই। দুই প্রান্ত থেকে দু'টি নতুন বল দিয়ে খেলা হতে থাকায় রিভার্স স্যুইং হচ্ছে না।''

বল নরম হয়ে গেলে সমস্যা হয় বোলারদের। পাশাপাশি স্পিনারদের বল করতেও সমস্যা হয়। এমনটাই মত সচিনের। তিনি বলেন, 'সাদা বল নোংরা ও নরম হয়ে গেলে চকচকে দিক কোনটা সেটা বুঝতে সমস্যা হয়। দুটি বল দুই দিক থেকে ব্যবহার হলে এই সমস্যা আরও বাড়ে। ফলে রিভার্স স্যুইং হয় না।' 

আরও পড়ুন

স্পিনারদেরও সমস্যা হচ্ছে

শেষ দশ ওভারে স্পিনারদের বল করতে অসুবিধা হচ্ছে বলেও মত সচিনের। তিনি বলেন, 'আমি বেশ কয়েকজন স্পিনারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, সমস্যা হচ্ছে শেষদিকে ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডার রাখতে হওয়ায়। ফলে বোলাররা লাইন বদল করতে পারছে না। এতে বাড়তি সুবিধা পাচ্ছে ব্যাটাররা।'  

Advertisement

বিকল্প উপায় বাতলালেন সচিন

২৫ ওভার করে চার দফায় ম্যাচ হতে পারে। এমনটাই মত সচিনের। তিনি বলেন, “২৫ ওভারের ইনিংস সিস্টেম চালু করা উচিত। ম্যাচটা চার ভাগে ভাগ হবে। টেস্টের মত। তবে এখানে ২০টির বদলে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কোনও ব্যাটার প্রথম ইনিংসে আউট হয়ে যান। তিনি আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না।” ব্যখ্যা দেন, “শ্রীলঙ্কায় একটা প্রতিযোগিতায় ১১৮ ওভার খেলার পরও কোনও ফলাফল আসেনি। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যদি দুই দল ২৫ ওভার করে ব্যাট করতে পারে, লড়াই হবে। এখন ১৫ থেকে ৪০ ওভারে বিরক্তি এসে যাচ্ছে।”

Read more!
Advertisement
Advertisement