Advertisement

Saina Nehwal: বিয়ের ৭ বছর পর বুঝলেন, 'রাস্তা আলাদা', কাশ্যপের সঙ্গে বিচ্ছেদ সাইনার, কারণও জানালেন

৭ বছর সংসার করার পর আচমকাই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন সাইনা নেহওয়াল। ২০১৮ সালে বিয়ে হয়েছিল এই তারকা ব্যাডমিন্টন জুটির। কেন আমচা এহেন সিদ্ধান্ত নিলেন সাইনা?

সাইনা নেহওয়াল ও পি কাশ্যপ সাইনা নেহওয়াল ও পি কাশ্যপ
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 10:34 AM IST
  •  আচমকাই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন সাইনা
  • বিয়ে ভাঙার কারণ কী?
  • ইনস্টা পোস্টে জানালেন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়

বিয়ে ভাঙল সাইনা নেহওয়ালের। খারাপ খবরটা নিজেই জানালেন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। স্বামী পারুপাল্লি কাশ্যপের সঙ্গে ৭ বছর সংসার করার পর বিচ্ছেদের ঘোষণা করলেন সাইনা। কিন্তু কেন আচমকা সম্পর্ক ছিন্ন করলেন তাঁরা?

কেন বিবাহবিচ্ছেদ?

ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, 'মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি এবং উন্নতি বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।'

সাইনার ইনস্টা স্টোরি

৩ বছর প্রেম করার পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। পারুপাল্লি কাশ্যপও একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে প্রশিক্ষণ নিতেন। সেখানেই তাঁদের পরিচয় এবং প্রণয়। একসঙ্গে ব্যাডমিন্টন খেলতে শুরু করেছিলেন দু'জনেই। এরপর ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন। সম্পর্কও আরও দৃঢ় হয় দু'জনের। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। অন্যদিকে, কমনওয়েলথ গেমসে সোনা জমিতেছেন কাশ্যপ।

Read more!
Advertisement
Advertisement