Advertisement

Salman Khan At East Bengal : ইস্টবেঙ্গল ক্লাবে সলমনের মেগা শো, কোথায় পাবেন টিকিট? দামই বা কত?

ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। অনুষ্ঠানে সলমন ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকারা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে,  অনুষ্ঠানের এক দিন আগেই চলে আসবেন তাঁরা। একটি রিহার্সালেরও কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সলমন খানের টিম নাকি ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও একবার আসার কথা রয়েছে তাদের।

ইস্টবেঙ্গলে আসছেন সলমন খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2023,
  • अपडेटेड 9:10 PM IST
  • ইস্টবেঙ্গলে সলমনের অনুষ্ঠান
  • থাকবেন আরও অনেকে
  • জেনে নিন টিকিটের দাম

ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে এবার মেগা শো-এর আয়োজন ইস্টবেঙ্গলের। উপস্থিত থাকবেন বলিউড স্টার সলমন খান। সাংবাদিক বৈঠক করে সোমবার একথা জানানো হয়েছে। শুধু তাই নয়, বলিউডের আরও একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী-সহ তারকাদের আসার কথা রয়েছে লাল হলুদের মেগা শো-তে। 

ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। অনুষ্ঠানে সলমন ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকারা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে,  অনুষ্ঠানের এক দিন আগেই চলে আসবেন তাঁরা। একটি রিহার্সালেরও কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সলমন খানের টিম নাকি ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও একবার আসার কথা রয়েছে তাদের।

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হোয়াটস দ্য নেম এই গোটা শো-টি আয়োজনের দায়িত্বে রয়েছে। আর এই শোয়ের টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। অর্থাৎ, ইস্টবেঙ্গল ক্লাব এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে এই শো-টি আয়োজিত হতে চলেছে। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা জানিয়েছেন,'মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সবরকম সহযোগিতা করার'। 

ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তা রাজদীপ চক্রবর্তী জানান,'আমরা এই শো-টি ইস্টবেঙ্গল পরিবারের সমস্ত সদস্য এবং সমর্থকদের উপহার দিতে চেয়েছি। যাতে ক্লাবের শতবর্ষ উদযাপনের সঙ্গে এই শো-টিও এনজয় করতে পারেন। এটি একটি আড়াই থেকে তিন ঘণ্টার ড্যান্স-মিউজিক্যাল শো। সলমন খান এবং বাকি টিম একদিন আগেই কলকাতা চলে আসবে'। 

ইস্টবেঙ্গলের সদস্য এবং সমর্থকদের জন্য আগামিকাল থেকেই লাল হলুদ তাঁবুতে প্রথম টিকিট কিয়স্কটি চালু হচ্ছে। ৯৯৯ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম। তবে পরে তা বাড়তে পারে। মেম্বারশিপ কার্ড দেখালে, যে কোনও দামের টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। 

Advertisement

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের শতবার্ষিকী উপলক্ষ্যে এর আগেও একবার সলমন খানকে আনার পরিকল্পনা করেছিলেন ক্লাব কর্তারা করেছিলেন। কিন্তু করোনা অতিমারির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আর কোনও সমস্যা নেই। তাই আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। 

আরও পড়ুন - ওয়েটিং লিস্টের টেনশন থেকে মুক্তি, এই রুটে সামার স্পেশাল ট্রেন চালু রেলের


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement