Advertisement

FIFA World Cup 2022: মেসিদের ফাইনাল দেখতে কাতারে সানিয়া, সঙ্গে কারা?

কাতারে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ  (FIFA World Cup 2022) নিয়ে সকলেই মেতে রয়েছেন। রূপোলী পর্দায় নায়ক-নায়িকা হোক বা অন্য কোনো খেলার কিংবদন্তি, ফুটবল বিশ্বকাপ সবাইকে আপন করে নিয়েছে। ফাইনালে উঠে গিয়েছে লিওনেল মেসির (Lionoel Messi) আর্জেন্টিনা (Argentina)। ফলে কাতারে ভিড় জমাচ্ছেন লিওনেল মেসির ভক্ত সমর্থকরা।

সানিয়া মির্জা এবং অনন্যা পান্ডে (ইনস্টাগ্রাম)সানিয়া মির্জা এবং অনন্যা পান্ডে (ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2022,
  • अपडेटेड 9:07 PM IST
  • ফাইনাল দেখতে কাতারে সানিয়া
  • সঙ্গে অনন্যা পাণ্ডে

কাতারে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ  (FIFA World Cup 2022) নিয়ে সকলেই মেতে রয়েছেন। রূপোলী পর্দায় নায়ক-নায়িকা হোক বা অন্য কোনো খেলার কিংবদন্তি, ফুটবল বিশ্বকাপ সবাইকে আপন করে নিয়েছে। ফাইনালে উঠে গিয়েছে লিওনেল মেসির (Lionoel Messi) আর্জেন্টিনা (Argentina)। ফলে কাতারে ভিড় জমাচ্ছেন লিওনেল মেসির ভক্ত সমর্থকরা।


ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও (Sania Mirza) এই ভক্তদের একজন। মনে হচ্ছে সানিয়াও মেসির বড় ভক্ত। এ কারণেই মেসির খেলা দেখতে কাতারের স্টেডিয়ামে পৌঁছেছেন তিনি। সানিয়ার সঙ্গে হাজির হয়েছেন তার বোন আনাম মির্জাও। আনাম তাঁর অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন

ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স 
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের (France) বিরুদ্ধে। ফিফা বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটি ১৮ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮.৩০ টায় খেলা হবে। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেও

এই সেমিফাইনাল দেখতে লুসাইল স্টেডিয়ামে পৌঁছেছিলেন সানিয়া মির্জা। সানিয়া ছাড়াও বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর, চাঙ্কি পান্ডে এবং তার মেয়ে অনন্যা পান্ডেকেও স্টেডিয়ামে ম্যাচ দেখতে দেখা গেছে। লিওনেল মেসি এবং তাঁর দল আর্জেন্টিনাকে সমর্থন করতে এই সমস্ত তারকারাও পৌঁছেছেন।

সানিয়া ও শোয়েবের বিচ্ছেদের খবর 

সানিয়া ও শোয়েবের ডিভোর্সের খবর এখন শিরোনামে। পাঁচ মাস ডেট করার পর ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া। ৩০ অক্টোবর ২০১৮ সালে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিককের জন্ম হয়। শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে সানিয়া মির্জা, সোহরাব মির্জার সঙ্গে বাগদান করেছিলেন, যিনি তাঁর ছোটবেলার বন্ধু ছিলেন। কিন্তু কোনো এক কারণে সোহরাব-সানিয়ার বাগদান ভেঙে যায়। 

Advertisement

কিন্তু এবার সানিয়া ও শোয়েবের বিচ্ছেদের খবর সামনে এসেছে। পাকিস্তানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, দু'জনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে এখন পর্যন্ত সানিয়া বা শোয়েব কেউই বিষয়টি নিশ্চিত করেননি। সম্প্রতি এই পুরো বিষয়টি নিয়ে শোয়েব মালিকের বক্তব্য সামনে এসেছে। তিনি একটি নিউজ পোর্টালকে বলেছিলেন, এটি তাঁর ব্যক্তিগত বিষয় তাঁদের দুই জনের ওপরেই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত।

Read more!
Advertisement
Advertisement