Advertisement

IPL 2022: MI-এর বিরুদ্ধে কামিন্সের ইনিংস দেখে নাচতে চাইলেন শাহরুখ

আসলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের ফিফটির কারণে মুম্বাই দল ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে কেকেআর ৫ উইকেটে ১৬২ রান করে ম্যাচ জিতে নেয়। কেকেআর-এর অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স আসার সাথে সাথেই তোলপাড় সৃষ্টি করেন।  ১৫ বলে দ্রুত ৫৬ রান করেন তিনি। এ সময় কামিন্স মারেন ৬টি ছক্কা ও ৪টি চার। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৭৩.৩৩।

মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2022,
  • अपडेटेड 6:47 PM IST

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে কেকেআর দলের অলরাউন্ডার প্যাট কামিন্স (Pat Cummins) ১৪ বলে ফিফটি মেরে ঐতিহাসিক রেকর্ড গড়েন। জয়ের পর আন্দ্রে রাসেলও (Andre Russell) কামিন্সের চারপাশে ঘুরে ঘুরে দারুণ নাচ করেন।
 
কেকেআর (KKR) দলের মালিক শাহরুখ খানও প্যাট কামিন্সের ইনিংসের ভক্ত হয়ে ওঠেন। তিনি টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন এবং দলকে একটি বার্তা দিয়েছেন এবং বলেছেন যে তিনিও রাসেলের মত নাচতে চান এবং কামিন্সকে জড়িয়ে ধরতে চান। 

প্যাট কামিন্স ১৪ বলে ফিফটি করেন

আসলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের ফিফটির কারণে মুম্বাই দল ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে কেকেআর ৫ উইকেটে ১৬২ রান করে ম্যাচ জিতে নেয়। কেকেআর-এর অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স আসার সাথে সাথেই তোলপাড় সৃষ্টি করেন।  ১৫ বলে দ্রুত ৫৬ রান করেন তিনি। এ সময় কামিন্স মারেন ৬টি ছক্কা ও ৪টি চার। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৭৩.৩৩।

এর সাথে, ১৪ বলে অর্ধশতরান করে আইপিএল ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডও করেছেন কামিন্স। এর আগে, কেএল রাহুল (KL Rahul) ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ভারতীয় বোলার ড্যানিয়েল শামসের এক ওভারে ৩৫ রান করেছিলেন কামিন্স। কেকেআর-এর এই ক্রিকেটারের সাফল্যের আনন্দে নেচে ওঠেন রাসেল। রাসেলের নাচ দেখে আনন্দ পেয়েছেন শাহরুখ খানও।

আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে বড় হার, ক্ষুব্ধ রোহিত বললেন, 'আওয়াজ বাড়াও'

কী বললেন শাহরুখ?

শাহরুখ টুইটে লিখেছেন- 'প্যাট কামিন্স, আমিও আন্দ্রে রাসেলের মতো নাচতে চাই। এছাড়াও, আমি তোমাকে বাকি খেলোয়াড়দের মতো আলিঙ্গন করতে চাই।' 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement