Advertisement

T20 World Cup 2022: T20 বিশ্বকাপে ভারত VS পাকিস্তান, শাহিন মাঠে নামবেন?

অস্ট্রেলিয়ার মাটিতে পাক বোলিংকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে শাহিনকে। চোটের জন্য এশিয়া কাপে (Asia Cup 2022) খেলতে পারেননি শাহিন। টি২০ বিশ্বকাপের আগে তাঁকে সুস্থ করে তুলতে লন্ডনে পাঠান হয়েছিল।

শাহিন শাহ আফ্রিদি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Sep 2022,
  • अपडेटेड 4:48 PM IST
  • চোট সারিয়ে ফিরতে পারেন শাহিন
  • বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান

টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) খেলতে দেখা যেতে পারে পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Afridi)। চোট সারিয়ে দলে ফিরতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে পাক বোলিংকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে শাহিনকে। চোটের জন্য এশিয়া কাপে (Asia Cup 2022) খেলতে পারেননি শাহিন। টি২০ বিশ্বকাপের আগে তাঁকে সুস্থ করে তুলতে লন্ডনে পাঠান হয়েছিল। সেখানেই রিহ্যাব হচ্ছে তাঁর।

ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবেন শাহিন?
রিহ্যাবের একটি ভিডিও পোস্ট করলেন শাহিন। সেখানে দেখা যাচ্ছে জিমে ট্রেনিং করছেন পাক ফাস্ট বোলার। ভিডিওর ক্যাপশনে শাহিন লিখেছেন 'সুস্থতার পথে'। তাঁর এই পোস্টের পর থেকে আশায় বুক বাধছেন পাক সমর্থকরা। ভারতের বিরুদ্ধে ২৩ অক্টোবর মেলবোর্নে ম্যাচ খেলতে নামবে পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে পারেন পাক ফাস্ট বোলার।

আরও পড়ুন: বোল্ড পোশাকে জলকেলি করতে গিয়েই... হাসিন জাহানের VIDEO VIRAL

শাহিন আফ্রিদি

কীভাবে চোট পান শাহিন?
শ্রীলঙ্কা সফরে গিয়ে চোট পান শাহিন। টেস্টে ফিল্ডিং করার সময় হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন বাঁ হাতি পেসার। সেই চোটের জন্যই এশিয়া কাপে খেলা হয়নি তাঁর। এবার চোট সারিয়ে টি২০ বিশ্বকাপে খেলতে মরিয়া শাহিন। জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাক বোলার। তবে পাকিস্তান বোর্ডের তরফ থেকে এখনই নিশ্চিত করে কিছু বলা হয়নি। পিসিবি যদিও আশাবাদী ভারতের বিরুদ্ধে শাহিনের খেলার ব্যাপারে।

আরও পড়ুন: ২০০৭-এ দলে ছিলেন-২০২২ সালেও, T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ২ সদস্য

আরও পড়ুন: T20 বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে কে? ভারতের সম্ভাব্য একাদশ

Advertisement

পাকিস্তান বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল হাসনাইন বলেন, ''শাহিনের চোটের পরিস্থিতি প্রতিদিন খতিয়ে দেখা হচ্ছে। পিসিবি-র মেডিক্যাল টিম গোটা বিষয়টা খতিয়ে দেখছে। ওর হাঁটুর অনেকটা উন্নতি হয়েছে। আশা করছি ২৩ অক্টোরব টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন খেলতে পারবে।'' শাহিন চলে এলে পাকিস্তানের বোলিং শক্তি অনেকটাই বেড়ে যাবে। ফলে সুবিধা হবে বাবর আজমদের। আগেরবার টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গেলেও সুপার ফোরের ম্যাচে রোহিত শর্মাদের হারিয়ে দেয় বাবর আজমের পাকিস্তান।        

   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement