Advertisement

Shahid Afridi Roger Binny: 'ICC পক্ষপাতদুষ্ট...' আফ্রিদির মন্তব্যের কড়া জবাব বিনির

বাংলাদেশ ম্যাচের পরে আফ্রিদি বলে বসেন, আইসিসি ভারতকে বিশেষ সুবিধা দেয়। এবার এই মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি। 

রজার বিনি ও শাহিদ আফ্রিদি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2022,
  • अपडेटेड 6:33 PM IST
  • জবাব দিলেন বিনি
  • আফ্রিদির অভিযোগের পাল্টা দিলেন বিসিসিআই সভাপতি

টি২০ বিশ্বকাপের সুপার ১২-এর (ICC T20 World Cup 2022) ম্যাচে ভারত, বাংলাদেশকে ৫ রানে হারানোর পরেই নানা মহল থেকে নানা বিতর্কিত মন্তব্য শোনা যেতে থাকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক  শাহিদ আফ্রিদিও (Shahid Afridi) বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে শিরোনামে চলে আসেন। বাংলাদেশ ম্যাচের পরে আফ্রিদি বলে বসেন, আইসিসি ভারতকে বিশেষ সুবিধা দেয়। এবার এই মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি। 

গতকাল ভারত-বাংলাদেশ ম‍্যাচ নিয়ে মন্তব্য করেছিলেন আফ্রিদি। তিনি বলেছিলেন, ''টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেভাবেই হোক দেখতে চাইছে আইসিসি। আর সেই কারণেই ভারতীয় দলকে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।'' একই সুর শোনা গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান সমর্থকদের মধ্যেও। আর এবার এই মন্তব্যের পাল্টা দিলেন বিসিসিআই সভাপতি। 

আরও পড়ুন: T20 বিশ্বকাপ জিতবে ভারতই, ঘোষণা রোহিতের সঙ্গীর

এই বক্তব্য নিয়ে বিনি বলেন," ভারতকে আলাদা সুবিধা দিচ্ছে আইসিসি, এরকম ভাবার কোনও কারণ নেই। যেটা বলা হচ্ছে, একেবারেই ঠিক নয়। আমাদের কোনও রকম বাড়তি সুবিধা দিচ্ছে না আইসিসি। আমরা বাকি দলগুলোর থেকে বাড়তি কী পাচ্ছি? এটা ঘটনা, বিশ্বক্রিকেটে ভারত একটা বড় শক্তি। কিন্তু তার জন্য আমাদের আলাদা কোনও সুবিধা দেওয়া হয় না। সব দলকেই আইসিসি সমান চোখে দেখে।" 

আরও পড়ুন: 'তুম জিও হাজারও সাল...' মেলবোর্নে বিরাটের জন্মদিন পালন ফ্যানদের

গত বুধবার টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ রানে জিতে ভারত। সেই ম‍্যাচ নিয়ে আফ্রিদি বলেন," সকলেই দেখেছে যে, মাঠ ভেজা ছিল। তার মধ্যেও ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। আইসিসি ভারতের দিকেই ঝুঁকে। যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনাল খেলাতে মরিয়া আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই ছিলেন ভারত-বাংলাদেশ ম্যাচে। ওরা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে। যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেদিন, সেখানে বৃষ্টি থামার পরেই সঙ্গে সঙ্গে খেলা শুরু করার কোনও মানে হয় না। পরিষ্কার বোঝা গিয়েছিল যে, এখানে অনেক কিছু জড়িয়ে রয়েছে। আইসিসি ও ভারত অন্য খেলা খেলছে। চাপের সঙ্গেই অনেক ফ্যাক্টর রয়েছে। "

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement