Advertisement

Rishabh Pant: 'পন্ত যোদ্ধা', ভারতের উইকেট কিপারের আরোগ্য কামনায় কিং খান

টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। দেরাদুনের হাসপাতাল থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর, ঋষভ পন্ত দিল্লি থেকে রুরকি যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনার সামনে পড়েছিলেন। এখন তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা করা হবে। ক্রিকেট ভক্তরা ঋষভের জন্য প্রার্থনা করছেন, পাশাপাশি অনেক সুপারস্টারও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

পন্ত ও শাহরুখ পন্ত ও শাহরুখ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2023,
  • अपडेटेड 9:31 PM IST
  • গাড়ি দুর্ঘটনার কবলে পন্ত
  • তাঁর আরোগ্য কামনায় শাহরুখ

টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। দেরাদুনের হাসপাতাল থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর, ঋষভ পন্ত দিল্লি থেকে রুরকি যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনার সামনে পড়েছিলেন। এখন তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা করা হবে। ক্রিকেট ভক্তরা ঋষভের জন্য প্রার্থনা করছেন, পাশাপাশি অনেক সুপারস্টারও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

বলিউড বাদশা (Bollywood Badshah) শাহরুখ খানও (Shah Rukh Khan) ঋষভ পন্তকে নিয়ে বিবৃতি দিয়েছেন। বুধবার, শাহরুখ খান যখন টুইটারে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন তাঁকে ঋষভ পন্ত সম্পর্ক জিজ্ঞাসা করেছিলেন এক ফ্যান। তিনি বলেছেন, ঋষভ পন্তের জন্য শুভেচ্ছা পাঠান। এ বিষয়ে শাহরুখ খান বলেন, 'ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ঋষভ একজন যোদ্ধা এবং সে খুবই শক্ত। টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষকের জন্য শাহরুখ খানের এই উত্তরটি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা পছন্দ করেছেন এবং এই টুইটটি ভাইরাল হয়ে গেছে।  

আরও পড়ুন

ঋষভ পন্তকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছে 
যে বুধবার (৪ জানুয়ারি) দেরাদুন থেকে ঋষভ পন্তকে মুম্বইতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্তের মাথায়, পিঠে, কব্জিতে এবং হাঁটুতে আঘাত লেগেছে। ঋষভ পন্তের লিগামেন্ট সার্জারি করাতে হয়েছে, সেক্ষেত্রে তাকে এখন মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে।  

গাড়ি দুর্ঘটনার কারণে ঋষভ পন্ত প্রায় ৬ মাস ক্রিকেট মাঠ থেকে দূরে থাকতে পারেন, বিসিসিআই এখন তাঁকে নজরদারিতে  রাখবে। একবার মুম্বইতে স্থানান্তরিত করার পরে ঋষভকে কয়েকদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে, তারপরে প্রয়োজনে তাঁকে চিকিৎসার জন্য ইংল্যান্ড বা আমেরিকাতে পাঠানো হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ তো বটেই, পন্তের আইপিএল খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। সংশয় রয়েছে পরের টুর্নামেন্ট গুলিতে খেলা নিয়েও। পন্তের সুস্থ হয়ে ওঠার গোটা প্রক্রিয়া তদারকি করছে বিসিসিআই (BCCI)।  

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement