Advertisement

Hasin Jahan on Shikhar Dhawan and Aesha Mukherji: 'আয়েশাদি-শিখরদার ডিভোর্সের খবরে কেঁদে ফেলেছিলাম,' বলছেন হাসিন

গত বছর হঠাৎ করেই আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukherji) সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই জুটির বিবাহ বিচ্ছেদের খবরে কেঁদে ফেলেছিলেন ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)।

আয়েশা, ধাওয়ান ও হাসিনআয়েশা, ধাওয়ান ও হাসিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 2:29 PM IST
  • শিখর-আয়েশার বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন হাসিন
  • জানালেন শামির স্ত্রী

গত বছর হঠাৎ করেই আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukherji) সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই জুটির বিবাহ বিচ্ছেদের খবরে কেঁদে ফেলেছিলেন ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন, হাসিন। তিনি বলেন,'দুই জনের মধ্যেই দারুণ প্রেম ছিল। হঠাৎ করে কী যে হল জানি না। আমার এই খবর শুনে কান্না পেয়ে গিয়েছিল। বিশ্বাস করতে পারিনি।'

গতকালই প্রাক্তন স্ত্রী আয়েশার বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে অভিযোগ দায়ের করেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ভারতীয় দলের ক্রিকেটারের অভিযোগ, আয়েশা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অন্যদিকে, মহম্মদ শামির স্ত্রী হাসিনও বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছেন। কিছুদিন আগে, শামিকে আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট নির্দেশ দিয়েছে হাসিনকে খোরপোশ দেওয়ার জন্য। যদিও আয়েশা-শিখর-এর সম্পর্ক নিয়ে কিছুই মন্তব্য করতে নারাজ হাসিন। তিনি বলেন, 'আমি আয়েশা দি বা শিখর দা-র সম্পর্কে কিছুই জানি না। খবরটা শুনে অবাক হইয়ে গিয়েছিলাম। তাই এ নিয়ে আমি কিছু বলতে পারব না।'

আরও পড়ুন

তবে কোনও সেলিব্রেটির বিরুদ্ধে অভিযোগ করলে কত অপমান সহ্য করতে হয়, তা ভালোই জানেন হাসিন। তিনি বলেন, 'আয়েশা দি সঠিক না শিখর দা সেটা আমি বলতে পারব না। তবে কোনও সেলিব্রেটির বিরুদ্ধে অভিযোগ করা হলে অভিযোগকারীকে কী কী সহ্য করতে হয় তা জানি। আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। তবে আয়েশা দি-র ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা। ও বেশ প্রভাবশালী। আমার অত প্রভাব ছিল না।'

২০১৮ সালের পর আর সে ভাবে ভারতীয় দলের ক্রিকেটার বা তাঁদের স্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখেননি হাসিন। তবুও প্রিয় জুটি আয়েশা ও শিখরের জন্য মন কেঁদে উঠেছিল হাসিনের। হাসিন বলেন, '২০১৮ সালের পর আমি যখন শামির বিরুদ্ধে অভিযোগ সামনে আনি, তখন থেকেই বিসিসিআই-এর নির্দেশে ক্রিকেটার ও তাঁদের স্ত্রীরা আমার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন। এরপর গত বছর এমন খবর পাই।'  

Advertisement

Read more!
Advertisement
Advertisement