Advertisement

Shikhar Dhawan: আবারও বিয়ে করতে চান ধাওয়ান, কেমন জীবনসঙ্গী পছন্দ গব্বরের?

আইপিএল-এ (IPL) এই মরশুমে পঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়কত্ব করতে দেখা যাবে বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। তার আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আজতকের শো সিধি বাত-এ সুধীর চৌধুরীর মুখোমুখি হলেন ধাওয়ান। ২০২১ সালে আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ধাওয়ানের। তার জন্য নিজেকেই দায়ি করেছেন ভারতের তারকা ব্যাটার। ৩৭ বছর বয়সী ওপেনার এ নিয়ে অনুতপ্ত। ধাওয়ান জানিয়েছেন তিনি এই সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন না। 

শীখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়শীখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Mar 2023,
  • अपडेटेड 11:58 AM IST
  • ২০১২ সালে বিয়ে হয় শিখর ও আয়েশার
  • বিচ্ছেদের পর ফের বিয়ে করতে চান ধাওয়ান

আইপিএল-এ (IPL) এই মরশুমে পঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়কত্ব করতে দেখা যাবে বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। তার আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আজতকের শো সিধি বাত-এ সুধীর চৌধুরীর মুখোমুখি হলেন ধাওয়ান। ২০২১ সালে আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ধাওয়ানের। তার জন্য নিজেকেই দায়ি করেছেন ভারতের তারকা ব্যাটার। ৩৭ বছর বয়সী ওপেনার এ নিয়ে অনুতপ্ত। ধাওয়ান জানিয়েছেন তিনি এই সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন না। 

শিখর ধাওয়ান বলেছেন, 'আমি অন্যের দিকে আঙুল তোলা পছন্দ করি না। আমি ব্যর্থ হয়েছিলাম কারণ এই সম্পর্ক নিয়ে আমার কোন ধারণা ছিল না। সবটাই অভিজ্ঞতার বিষয়। আমি এখন ক্রিকেট নিয়ে যতটা জানি, ২০ বছর আগে তা জানতাম না। তাই আমার পরামর্শ, প্রথমে একজন মানুষের সঙ্গে এক বা দুই বছর কাটান, দেখুন উভয়ের আচার ব্যবহার মেলে কি না। তারপর বিয়ের কথা ভাবুন।

আরও পড়ুন

আমি যখন বিয়ে করতে চাই...

শিখর ধাওয়ান জানিয়েছেন, তাঁর বিয়েটাও একটা ক্রিকেট ম্যাচের মতোই ছিল। তবে বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া মিটে গেলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চান ভারতের ওপেনার। ধাওয়ান বলেন, 'ওটাও একটা ম্যাচ ছিল। বর্তমানে আমার ডিভোর্স কেস চলছে, এটা শেষ হওয়ার পর বিয়ে করব। আমি এই ক্ষেত্রে আরও বিবেকবান হব। আমি এমন সঙ্গী চাই যার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।'

বিয়ে আমার জন্য বাউন্সার ছিল: ধাওয়ান

আয়েশার সঙ্গে তাঁর বিয়ে বাউন্সারের মতো ছিল বলে মনে করেন ধাওয়ান। আর সেই বাউন্সার সরাসরি মাথায় আঘাত করেছে ধাওয়ানকে। শিখর ধাওয়ান বলেন, 'বিয়ে আমার জন্য বাউন্সার ছিল এবং আমি তা আমার মাথায় খেয়েছি। চারজনেরই মন খারাপ হয়ে গেল। আমি একটি ভুল করেছি। মানুষ তো ভুল থেকেই শেখে।' শিখর ধাওয়ান ২০১২ সালের অক্টোবরে আয়েশা মুখার্জিকে বিয়ে করেন। এরপর ২০১৪ সালে জোরাভারের জন্ম হয়। বিবাহ বিচ্ছেদের পর জোরাওয়ার বর্তমানে তার মায়ের সঙ্গে মেলবোর্নে থাকেন। যদিও ধাওয়ান ছেলের সঙ্গে দেখা করতে মেলবোর্নে যাচ্ছেন। 
 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement