Advertisement

Shoaib Akhtar: ওয়ালেটে বলি অভিনেত্রীর ছবি নিয়ে ঘুরতেন, সেই 'প্রেমিকা'র নাম ফাঁস শোয়েবের

এক সাক্ষাৎকারে শোয়েব আখতার জানিয়েছেন, সোনালিকে তাঁর ভাল লেগেছিল। সাক্ষাৎকারে তিনি জানান, ভারত-পাকিস্তান ম্যাচের সময় সোনালির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আর তাতেই বলিউড অভিনেত্রীকে ভাল লেগে যায় আখতারের।

শোয়েব আখতার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 12:05 PM IST
  • বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন শোয়েব
  • নিজেই জানান সেই কথা

৪৭ বছরে পা দিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অগনিত ভক্তরা। তারা সকলেই জন্মদিনে শোয়েব আখতারকে উইশ করেছে। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রপচার হয়েছে আখতারের। তাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। তবে আখতারের ব্যক্তিগত জীবনের একটি তথ্য সামনে এসেছে। বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের (Sonali Bendre) প্রেমে পড়েছিলেন আখতার। এক সাক্ষাৎকারে খোলাখুলি এই কথা স্বীকার করে নেন পাক ফাস্ট বোলার। 

কীভাবে দেখা হয়েছিল তাদের?
এক সাক্ষাৎকারে শোয়েব আখতার জানিয়েছেন, সোনালিকে তাঁর ভাল লেগেছিল। সাক্ষাৎকারে তিনি জানান, ভারত-পাকিস্তান ম্যাচের সময় সোনালির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আর তাতেই বলিউড অভিনেত্রীকে ভাল লেগে যায় আখতারের।

পরিবারের সঙ্গে সোনালি বেন্দ্রে

আরও পড়ুন: PHOTOS : কর্তা ক্রিকেটার, গিন্নি অভিনেত্রী; জানুন এই ভারতীয় ক্রিকেটারদের ঘর বাঁধার কাহিনি

 

ওয়ালেটে সোনালির ছবি রাখতেন শোয়েব
শোয়েব সোনালিকে ভালোবাসলেও সোনালির দিক থেকে কোনও সাড়া পাননি তিনি। কারণ সেই ম্যাচের পর আর বলিউড অভিনেত্রীর সঙ্গে দেখা হয়নি শোয়েব আখতারের। শোয়েব আখতারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা খেলোয়াড়রা এই বোলারের ওয়ালেটে সোনালির ছবি দেখেছেন বহুবার। সোনালি বেন্দ্রে ২০০২ সালে পরিচালক গোল্ডি বহলকে বিয়ে করেছিলেন, আর শোয়েব ২০১৪ সালে পাকিস্তানি মেয়ে রুবাবকে বিয়ে করেছিলেন।

শোয়েব আখতার ও সোনালি বেন্দ্রে

আরও পড়ুন: ইমামি ইস্টবেঙ্গল নয়, সুনীলদের ক্লাবে সই করলেন ভারতের তারকা ডিফেন্ডার

এখনও পর্যন্ত পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলারদের একজন শোয়েব আখতার। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে পরিচিত এই পাকিস্তানি বোলার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল করার রেকর্ড গড়েছেন। ২০০৩ বিশ্বকাপে, আখতার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আখতার।

Advertisement

আরও পড়ুন: 'গন্ধরাজ' রোনাল্ডোও! মোমো, রোলের পর ট্রেন্ডে বিশ্বসেরা ফুটবলার

শোয়েবের আন্তর্জাতিক রেকর্ড
শোয়েব আখতার ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট ম্যাচে, আখতার ২৫.৬৯ গড়ে ১৭৮টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে ১২ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল তাঁর। ওয়ানডেতে আখতারের ২৪.৯৭ গড়ে ২৪৭টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আখতার ২২.৭৩ গড়ে ১৯টি উইকেট নিয়েছেন। আখতারের আন্তর্জাতিক উইকেটের সংখ্যা আরও বেশি হতে পারত, যদি ঘন ঘন ইনজুরি তাঁর কেরিয়ারকে প্রভাবিত না করত।

 
      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement