
২৮ আগস্ট এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে দুই দলের লড়াই দেখতে অপেক্ষায় ভক্তরা। এই মহারণের আগে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেছেন, তিনি যখন খেলা শুরু করেন তখন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) তিনি নাকি চিনতেন না। আখতারের এই দাবি যা শুনলে সকলেই চমকে উঠবেন। আখতারের দাবি তিনি না কি সতীর্থ সাকলাইন মুস্তাকের থেকে সচিনের ব্যাপারে জেনেছিলেন। একটা সময় নিয়মিত মুখোমুখি হত ভারত ও পাকিস্তান। হত দ্বিপাক্ষিক সিরিজও। আর এই সময়, সচিন ও আখতারের দ্বৈরথ দারুণ উপভোগ্য হত।
সচিনকে চিনতেন না শোয়েব
প্রাক্তন পাকিস্তানি বোলার শোয়েব আখতার স্টার স্পোর্টসের একটি শোতে বলেছেন যে, ''তিনি জানতেন না সচিন তেন্ডুলকর কে? এবং তিনি কেমন খেলেন। হর্ষ ভোগলের সঙ্গে কথোপকথনে শোয়েব আখতার বলেন যে, ''সাকলাইন মুস্তাক আমাকে বলেছিল যে সচিন তেন্ডুলকর বিশ্বের সবচেয়ে বড় ব্যাটসম্যান।''
আরও পড়ুন: দলে ফিরেছেন ক্যাপ্টেন রাহুল, ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন?
কেন বিশ্বের সেরা ব্যাটসম্যান সম্পর্কে উদাসীন ছিলেন পাক স্পিডস্টার? শোয়েব বলেন, ''আমি জানতাম না, কারণ নিজের জগতে হারিয়ে গিয়েছিলাম। সামনে কোন ব্যাটসম্যান দাঁড়িয়ে রয়েছে তা আমি দেখিনি। আমরা শুধু দেখার চেষ্টা করেছি, কত দ্রুত বল করতে পারি। আমার ফোকাস ছিল বল সুইং করানোর দিকে আর দ্রুত বল করার দিকে।''
রিভার্স স্যুইং করতে চাইতাম
শোয়েব বলেন, পাকিস্তানের হয়ে ম্যাচ জিততে না পারলে পারলে তারকা হওয়া সম্ভব নয়। সেজন্য আমাদের চেষ্টা ছিল, পাকিস্তানকে ম্যাচ জেতান। ভারতের বোলাররা জোরে বল করার দিকে খুব বেশি মনোযোগ দিতেন না। তবে পাক বোলাররা জোরে বল করে রিভার্স স্যুইং আদায় করতে চাইতেন বলে জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, ''আমরা শুরু জোরে বল করার অজুহাত খুঁজতাম। বল রিভার্স স্যুইং হলেই বুঝতাম এবার ব্যাটারদের উড়িয়ে দেব।''
গতবার টি২০ বিশ্বকাপের পর প্রথমবার এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এবারের টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।