বিরাট (Virat Kohli) বন্দনায় পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক (Shoaib Malik)। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ভারতকে অবিশ্বাস্য ম্যাচ জেতানোর পর মুগ্ধ পাক ক্রিকেটাররাও। টি২০ বিশ্বকাপের (ICC T20 world Cup 2022) সুপার ১২-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল (Team India)। আর তারপরেই শুরু হয়ে যায় নায়ক বিরাট কোহলিকে নিয়ে মাতামাতি।
কী লিখলেন মালিক?
সোশ্যাল মিডিয়ায় বিরাটের ছবি পোস্ট করে শোয়েব মালিক লেখেন, 'দারুণ একটা ক্রিকেট ম্যাচ। আর বিরাট কোহলি যেন দানব। ওর ক্লাসের সঙ্গে আর কারো তুলনা হতে পারে না। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ও দরকার মত ধরে খেলতে পারে, স্ট্রাইক রোটেট করে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে পারে। আবার দলের স্বার্থে বড় ছক্কাও মারতে পারে। ও জানে কী ভাবে ম্যাচ শেষ করে আসতে হয়।''
আরও পড়ুন: 'এটাই বেস্ট', পাক-বধের ৮২ রানের ইনিংসকেই সেরা বললেন বিরাট
ভারতীয় ফ্যানদের কাছে ট্রোলড মালিক
তবে তাতেও ট্রোলের মুখে পড়তে হল ভারেতের জামাইকে। ফ্যানরা তাঁর পোস্টে মালিকের স্ত্রী সানিয়া মির্জাকে উদ্দেশ্য করে লিখেছেন, 'সানিয়া দিদি ফোনটা শোয়েব মালিককে দিন।' কেউ লিখেছেন, 'সানিয়া দিদি নিজের আইডি দিয়ে ফেসবুকে আসুন।'
আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভার, ২ উইকেট খুইয়েও ১৬ রান তুলে জিতল ভারত
পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন শোয়েব
বিশ্বকাপে বাবরদের দলে সুযোগ পাননি ৪০ বছর বয়সী পাক অলরাউন্ডার। তা নিয়ে নানা ধরনের বিতর্ক হয়েছে পাকিস্তান ক্রিকেটে। তাই তাঁর এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বের ক্রিকেট মহলে। ১৬০ রান তাড়া করতে নেমে চার উইকেট খুইয়ে ফেলার পর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কিং কোহলি। আর তাতেই তৈরি হয় জয়ের মঞ্চ। যদিও সেই মঞ্চে শেষ বেলায় দারুণ পারফর্ম করে গেলেন বিরাটই।
কোহলির প্রশংসায় শোয়েব আখতারও
তবে শুধু শোয়েব মালিক নন, বিরাটের প্রশংসা করতে দেখা গিয়েছে শোয়েব আখতারকেও। ভারতের প্রাক্তন অধিনায়ক ফর্মে ফেরায় বেজায় খুশি শোয়েব আখতারও। শেষ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে বড় রান করতে পারেননি বিরাট। তা নিয়ে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে বিরাটকে। তারপর এই প্রত্যাবর্তনে খুশি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, ''এটা বিরাটের জীবনের সেরা ইনিংস। ও এমন ইনিংস খেলতে পেরেছে কারণ ওর নিজের প্রতি বিশ্বাস ছিল। তিন বছর রান পায়নি। অধিনায়কত্ব চলে গিয়েছে, ফ্যানরা শুধু ওকে নয় ওর পরিবারকেও ছাড়েনি।''
এরপর আখতার আরও বলেন, ''ও কিন্তু সবকিছুর মধ্যে নিজের কাজটা চালিয়ে গিয়েছে। এমনকি দিপাবলির আগেও অনুশীলন করেছে। প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করেছে। কিং ইজ ব্যাক। আর আমি ওর জন্য খুব খুশি।''