
আইসিসি-র ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় দলের হয়ে দারুণ ছন্দে রয়েছেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের অলরাউন্ডার এমিলা কের মহিলাদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
শ্রেয়াস আইয়ার চোট কাটিয়ে ফেরার পর থেকে একটানা রান করে চলেছেন। আর তার ফল এখন দেখা গেছে এই আইসিসি পুরস্কারেও।
ফেব্রুয়ারিতে, শ্রেয়াস আইয়ার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফর্ম করেন এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হন। শ্রেয়াস আইয়ারকে ব্যাটিংয়ে তিন নম্বরে পাঠানো হয়েছিল, যার সুযোগ নিয়ে তিনি টানা তিন ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়াস আইয়ার ২০৪ রান করেছিলেন, যা তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ভারতের জন্য একটি রেকর্ড ছিল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা গেছে শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্স।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের শক্তি দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার। বেঙ্গালুরুতে খেলা দিন-রাতের টেস্টের উভয় ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন তিনি এবং উভয় ইনিংসেই ভারতের পক্ষে সর্বোচ্চ স্কোরার হন।
আইপিএল-এর আগে শ্রেয়াসের এই ফর্ম স্বস্তি দেবে কেকেআর সমর্থকদের। গত মরশুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসে ছিলেন শ্রেয়াস। এবারে আইপিএল-এর মেগা নিলামের আগেই কলকাতা তাদের দলে নিয়ে নেয় শ্রেয়সকে।
শ্রেয়াস আইয়ারের কেরিয়ার
টেস্ট- ৪ ম্যাচ, ৩৮৮ রান
একদিনের ম্যাচ- ২৬ ম্যাচে, ৯৪৭ রান
টি২০- ৩৬ ম্যাচে, ৮০৯ রান