বিশ্বের অন্যতম সেরা লিগ আইপিএল (IPL 2023)। সেই লিগের উদ্বোধনে জাঁকজমক থাকবে না তা হয় নাকি? এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং (Arijit Singh)। গত কয়েকমাস ধরেই দেশের বিভিন্ন প্রান্তে শো করছেন অরিজিৎ। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে কথাও বলেছেন বোর্ডের (BCCI) কর্তারা।
প্রতি বছরেই আইপিএল-এর উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউডের তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন বাঙালি প্লে ব্যাক সিঙ্গার। কিছুদিন আগেই কলকাতায় পারফর্ম করেছেন অরিজিৎ। চড়া দামের টিকিটেও উপচে পড়েছিল ভিড়। অরিজিতের জনপ্রিয়তার কথা চিন্তা করেই হয়ত তাঁর সঙ্গে কথাবার্তা বলছেন বোর্ডের কর্তারা। তবে খেলার মাঠের সঙ্গে অরিজিতের পরিচয় নতুন নয়। ১৯১১-র মোহনবাগানের (Mohun Bagan) শিল্ড জয় নিয়ে তৈরি হওয়া সিনেমা 'এগারো'-তে গান গেয়েছেন তিনি। আবার ইস্টবেঙ্গলের (East Bengal) শতবর্ষের গানও গেয়েছেন তারকা গায়ক। তাঁর এই দুই গান দুই প্রধানের কার্যত থিম সং হয়ে গিয়েছে। যে কোনও অনুষ্ঠানে বা ম্যাচের আগে-পরে এই গান বাজানো হয় দুই ক্লাবে।
আরও পড়ুন: কলকাতায় কখন কোন গান গাইবেন অরিজিত্, কারা প্ল্যান করেছিল?
৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। সবকিছু ঠিকঠাক থাকলে এই দিনই পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং। ফলে তিনিই হতে পারেন এই অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ। এবারের আইপিএল-এ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
করোনা কাটিয়ে স্বমহিমায় ফিরতে চলেছে আইপিএল।
আরও পড়ুন: 'ভ্যাটিকানে গিয়ে করবেন...' অরিজিত্ নিয়ে দিলীপ
১৬ তম মরশুমে গোটা দেশের মোট ১২টি স্টেডিয়ামে আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। ১৮টি ডাবল হেডার হবে এবারের আইপিএল-এ। অংশ নিতে চলা ১০টি দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রূপে। এবারে আইপিএল-এর ম্যাচ খেলা হবে গুয়াহাটি, মতো স্টেডিয়ামেও। টানা ৫২ দিন ধরে চলবে এবারের আইপিএল।