Advertisement

Snehasish Ganguly: হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে সাজলেন নবদম্পতি, ৫৯ বছর বয়সে বিয়ে স্নেহাশিসের

বিয়ে সেরে ফেললেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। ৫৯ বছরে দ্বিতীয়বার বিয়ে করলেন সিএবি সভাপতি (CAB President)। পাত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। স্নেহাশিসের দীর্ঘদিনের বান্ধবী। তবে এদিনের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক ছিল না। সই করেই শেষ হয় অনুষ্ঠান। রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুজনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।

shehashish ganguly, Arpita Chatterjeeshehashish ganguly, Arpita Chatterjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2024,
  • अपडेटेड 8:30 PM IST

বিয়ে সেরে ফেললেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। ৫৯ বছরে দ্বিতীয়বার বিয়ে করলেন সিএবি সভাপতি (CAB President)। পাত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। স্নেহাশিসের দীর্ঘদিনের বান্ধবী। তবে এদিনের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক ছিল না। সই করেই শেষ হয় অনুষ্ঠান। রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুজনেই হলুদ রঙা পোশাক পরে এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি।
 

ছিলেন না সৌরভ-ডোনা
এদিন সৌরভ ও ডোনা থাকতে পারেননি। রবিবার দুপুরে স্নেহাশিস ও অর্পিতার রেজিস্ট্রি হয়েছে। রাতে হবে খাওয়া-দাওয়া। সৌরভ ও ডোনার (Sourav Ganguly Dona Ganguly) সঙ্গে আগে থেকেই অর্পিতার সম্পর্ক বেশ ভাল বলেই জানা যায়। এর আগেও অর্পিতাকে তাঁদের সঙ্গে একাধিকবার ছবিতে দেখা গিয়েছে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এবার নতুন অতিথি। অর্পিতা ও স্নেহাশিসের দ্বিতীয় ইনিংসের সাক্ষী ছিলেন কয়েকজন ঘনিষ্ঠমাত্র। নবদম্পতির নতুন জীবনে তাঁরা পাশে ছিলেন। ৭ অগস্ট ইএম বাইপাসের কাছে একটি হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে সস্ত্রীক আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 

স্নেহাশসের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ
গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় (Mem Ganguly) তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেই দ্বিতীয় বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস। তবে অর্পিতার সঙ্গে স্নেহাশিসের বন্ধুত্ব নতুন নয়। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা গিয়েছে অর্পিতাকে। স্নেহাশিসের সঙ্গে অনেকদিন ধরেই বন্ধুত্ব রয়েছে অর্পিতার।

দারুণভাবে দায়িত্ব সামলেছেন স্নেহাশিস
প্রসঙ্গত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই CAB এর প্রেসিডেন্ট, এর আগে সচিবও ছিলেন। একসময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল।

Read more!
Advertisement
Advertisement