Advertisement

Exclusive: IPL নিয়ে আত্মবিশ্বাসী সৌরভ, সুষ্ঠ ভাবে হোক ভোটও চাইছেন মহারাজ

ফের দেশে বেড়েছে করোনা ভাইরাস। অন্যদিকে বিভিন্ন রাজ্যে চলছে নির্বাচন। বঙ্গেও বেশ হাইভোল্টেজ নির্বাচন এবছর। তারই মাঝে শুরু হচ্ছে আইপিএল। আর সেই আইপিএলের আগে আজতক বাংলার মুখোমুখি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু আইপিএলই নয়, রাজ্যের ভোট নিয়েও বেশ সক্রিয় মহারাজ।

আইপিএলের উদ্ধোধনী ম্যাচের জন্য চেন্নাই উড়ে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারের মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়।আইপিএলের উদ্ধোধনী ম্যাচের জন্য চেন্নাই উড়ে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারের মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়।
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 09 Apr 2021,
  • अपडेटेड 1:43 PM IST
  • IPL শুরুর আগে আজতক বাংলার মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়
  • আইপিএল সুষ্ঠ ভাবেই হবে, আত্মবিশ্বাসী বোর্ড প্রেসিডেন্ট
  • রাজ্যে ভোটও হোক সুষ্ঠ ভাবেই, চাইছেন মহারাজ

করোনা ভাইরাসের কারণে গত বছর থেকেই থমকে গিয়েছিল গোটা বিশ্ব। খেলাধুলোতে প্রভাব ছিল একই রকমের। তবে সব কিছুর মাঝে চ্যালেঞ্জের মধ্যে ক্রিকেট ফিরেছিল ২২ গজে। নেপথ্যে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হলেও আইপিএলটা হয়েছিল সুষ্ঠ ভাবেই। এবছর ঠিকই একই রকম চ্যালেঞ্জ। করোনার গ্রাফে উত্থান, অন্যদিকে, ভোটের উত্তাপ। তারই মাঝে দেশের মাটিতে ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2021)। কতটা চ্যালেঞ্জিং। কতটা অন্যরকমের। জানালেন স্বয়ং বোর্ড (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অপরদিকে, শুধু আইপিএল নয়, ভোট নিয়ে কিন্তু মহারাজ বেশ উত্তেজিত। এড়িয়ে গেলেও হেসেই উত্তর দিলেন মহারাজ। ১০ এপ্রিল ভোটও দেবেন তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন দাদা, আর তাঁর আগেই আজতক বাংলাকে দিলেন একান্ত সাক্ষাৎকার।

প্রশ্ন ১- সবার প্রিয় মহারাজ, সাধারণকে সব সময় আসাধারণ করে এসেছেন আপনি। হার্টের সমস্যা হয়েছিল। বেশ চিন্তায় ছিলো আপনার ফ্যানেরা। সবাই জানতে চায় মহারাজ এখন কেমন আছেন?

উঃ- খুব ভালো আছি। অনেকদিনই হলো কাজে ফিরে গিয়েছি। আহমেদাবাদ গিয়েছিলাম ভারতের ম্যাচে। এখন চেন্নাই যাচ্ছি আইপিএলের জন্য। পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন।

আরও পড়ুন

প্রশ্ন ২- মহারাজ, একদিকে করোনা গ্রাফের উত্থান। অন্যদিকে, ভোট উত্তাপ। করোনাটা মূল প্রশ্ন! বিসিসিআই-র কাছে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে এবারের আইপিএল?

উঃ- কোভিডের জন্য খরচের দিক থেকে ও যাওয়া-আসার দিক থেকে আইপিএলটা দেখতে গেলে বেশ চ্যালেঞ্জিং। গত বার দুবাইয়ে হয়েছিল টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জের ছিল। তখন আমরা জানতাম না এত কিছু। বায়ো বাবল এখানেও থাকবে, যেভাবে ওখানে ছিল। আশা করছি সব ভালোই হতে চলেছে।


প্রশ্ন ৩- প্লেয়ারদের বায়ো বাবল, এতদিন ধরে একই রকম ভাবে আইপিএলের জন্য ঘরে বা হোটেলে আটকে থাকা। একটা মানসিক চাপ ক্রিকেটারদের। আপনি প্রাক্তন ভারত অধিনায়ক ও বোর্ড সভাপতি হিসাবে কি বার্তা দেবেন?

Advertisement

উঃ- আমি আগেও বলেছি যে ক্রিকেটারদের কুর্নিশ। এতদিন ধরে বায়ো বাবলে ক্রিকেটাররা আছে। হ্যাটস অফ টু ক্রিকেটার। ওরা যেটা করছে সেটা সহজ নয়। এতদিন একই রকম ভাবে থাকা। একই ভাবে টিমের জন্য থাকা খেলার জন্য থাকা। বেশ চাপের। বিসিসিআই-র তরফ থেকে আমি ক্রিকেটারদের অনেক ধন্যবাদ জানাতে চাই। ক্রিকেটের পাশপাশি দারুণ কাজ করছে ওরা।

সাক্ষাৎকারের মাঝে নিজস্ব বাড়িতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়


প্রশ্ন ৪- মহারাজ দা, ক্রিকেটাররা বেশ ভালো করছে। তবে তার পাশাপাশি বিসিসিআই, আপনার টিমও কিন্তু দারুণ কাজ করছে, অনেকরকম ভাবে এগিয়ে এসেছে বিসিসিআই। একটা চ্যালেঞ্জ নিয়ে। এই প্ল্যানিংটা। অসম্ভবকে, সম্ভব করা কি ভাবে হলো?

উঃ- দেখো, ম্যাচ করাটা খুব কঠিন কাজ তো নয়। তবে যেহতু এমারজেন্সি, যেহতু সব অতিমারি চলছে সেই জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল। তবে আমরা সব থেকে ভালো মেডিক্যাল অ্যাডভাইস নিয়েছি। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। আমরা ঘরোয়া ক্রিকেটও করেছি বায়ো বাবলের সৃষ্টি করে। সেখানে কোনও করোনা কেস হয়নি। আশা করি এখানে আগামী দুমাস সব কিছু ঠিক-ঠাক থাকবে। এটাই আশা রাখছি। ফিঙ্গার ক্রস্ড।


প্রশ্ন ৫- মহারাজ দা আইপিএলের পাশাপাশি টি২০ বিশ্বকাপ আসছে। ভারতে হবে বিশ্বকাপ। তবে করোনা যেভাবে বাড়ছে আইসিসি একটা প্ল্যান বি তৈরি করে রেখেছে। কি বলবেন সেটা নিয়ে। বিসিসিআই কি ভাবছে, কতটা আত্মবিশ্বাসী?

উঃ- প্ল্যান বি তো আগে থেকেই ছিলো। কোভিড, হেল্থ এমারজেন্সি প্ল্যান বি তো থাকেই। যদি কোনও মতে ভারতে অনুষ্ঠিত না হয়। এখনও ৬ মাস বাকি। ইংল্যান্ড এখানে খেলে গিয়েছে। সুষ্ঠ ভাবেই খেলে গেছে। কোনও অসুবিধা হয়নি। আইপিএলটাও সুষ্ঠ ভাবেই হবে। আর আমি আশাবাদী ইন্ডিয়াই বিশ্বকাপ করবে ভারতের মাটিতেই হবে।


প্রশ্ন ৬- মহারাজ দা, একটা বিতর্ক তৈরি হয়েছিল আপনি রাজনীতিতে আসছেন। সেটা হয়নি। তবে এখন রাজ্যে ভোট চলছে। মানুষকে কি বলবেন সুষ্ঠ ভাবে ভোট হোক। কতটা রাজনীতিত ফলো করছেন?

উঃ- এটাই বলবো ভালো করে ভোট হোক। সুষ্ঠ ভাবে ভোট হোক। বেশি কিছু বলবো না। আর হ্যাঁ রাজনীতি বেশ ভালো ভাবেই ফলো করি। টিভিতে খবরে দেখছি। তবে এর থেকে বেশি কিছু মন্তব্য করতে চাই না।

 

ভারতীয় দলে ক্রিকেটার হিসাবে তিনি চালিয়েছেন রাজত্ব।  শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট এখন তাঁর হাতের মুঠোয়। সবার প্রিয় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলটা BCCI-র কাছে বেশ চ্যালেঞ্জিং, তবে আশাবাদী দাদা। কোভিড পরিস্থিতি সামাল দিয়েই আইপিএল সুষ্ঠ ভাবেই হবে, সেই নিয়েও আত্মবিশ্বাসী মহারাজ। কোনও অসুবিধা হবে না বলে দাবি তাঁর। অপরদিকে, আইপিএল ও করোনার পাশাপাশি রাজ্যে চলছে ভোট। অন্যান্য বেশ কিছু রাজ্যেই হয়েছে বিধানসভা নির্বাচন। সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু ভোট নিয়েও বেশ উত্তেজনায় রয়েছেন। ফলো করেন সব রকমের খবরও।  একই সঙ্গে সক্রিয় ভাবে রাজনীতি তে না এলেও, রাজনীতিটা বেশ ভালোই ফলো করছেন মহারাজ হাসি মুখেই জানালেন তিনি। শুধু তাই নয়, রাজ্যে ভোট হোক সুষ্ঠ ভাবেই চাইছেন মহারাজ।

Read more!
Advertisement
Advertisement