Advertisement

Sourav Ganguly: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ ? BJP-র তরফ থেকে এল প্রস্তাব

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই বাংলার মহারাজের কাছে প্রস্তাব গিয়েছিল। কিছুদিন আলোচনা করার পর, ত্রিপুরা সরকারকে সবুজ সঙ্কেত দেন। ত্রিপুরার পর্যটনকে বাড়ানোর লক্ষ্যে সে রাজ্যের পর্যটন মন্ত্রী, সুশান্ত চৌধুরীর সঙ্গে দেখাও করেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2023,
  • अपडेटेड 7:57 PM IST

ত্রিপুরার (Tripura) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় Sourav Ganguly)। এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। কিছুদিন আগেই বাংলার মহারাজের কাছে প্রস্তাব গিয়েছিল। কিছুদিন আলোচনা করার পর, ত্রিপুরা সরকারকে সবুজ সঙ্কেত দেন। ত্রিপুরার পর্যটনকে বাড়ানোর লক্ষ্যে সে রাজ্যের পর্যটন মন্ত্রী, সুশান্ত চৌধুরীর সঙ্গে দেখাও করেন সৌরভ।

সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘোষণার পর থেকেই আবারও সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব আসায় আবারও সৌরভের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ফেসবুক পোস্টে ত্রিপুরার পর্যটন মন্ত্রী, সুশান্ত চৌধুরী লেখেন, 'আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তোলে ধরার জন্য প্রয়োজন বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিং। এ জন্য আমাদের দরকার এমন একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসেডর যাঁকে সারা বিশ্ব চেনে। ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তোলে ধরতে আমাদের সবার প্রিয় দাদা ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে?'


তিনি আরও লেখেন, 'আমি আশা করি দাদা তার ব্যস্ত সময়সূচী সত্ত্বেও আমাদের অনুরোধে সাড়া দেবেন এবং খুব শীঘ্রই আমরা সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আজকের বৈঠকের ইতিবাচক ফলাফল পাব।'

আরও পড়ুন

আরও পড়ুন: গিলের প্রশংসায় সৌরভ, 'দাদা, বিরাট নিয়ে চুপ কেন?' প্রশ্ন নেটিজেনদের
যদিও সৌরভ সম্মতি দিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। সৌরভ এই ব্যাপারে এখনও মুখ খোলেননি। পরের বছরেই গোটা দেশে লোকসভা নির্বাচন রয়েছে। সেই দিক থেকে সৌরভ যদি এই প্রস্তাব গ্রহন করেন, তবে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনই কিছুই নিশ্চিত করে বলা যায় না। 

যদিও বাঙালি ক্রিকেটারদের ত্রিপুরা যাওয়ার ট্রেন্ড এবারেও জারি রইল। গত বছরেই, বাংলা দল ছেড়ে ত্রিপুরা দলে যোগ দিয়েছেন ঋদ্ধিমান সাহা ও মিডল অর্ডার ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়। আর এবার সৌরভও সেই দলে যোগ দিতে পারেন। তবে তিনি ক্রিকেট সংক্রান্ত কোনও কাজের জন্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন না। বরং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তাঁকে পর্যটনের প্রসারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন বলেই খবর।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement