Advertisement

Sourav Ganguly: দেন অঞ্জলি-নাচেন বিসর্জনেও; কোন পুজো কমিটির সঙ্গে যুক্ত সৌরভ?

শহরে থাকার সুযোগ পেলেই ক্লাবের পুজোতে চলে যান সৌরভ। সেখানেই অষ্টমীর দিন অঞ্জলি দেন তিনি। দাদাকে এক ঝলক দেখা বা একটা সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়্রে যায়। এবারেও শহরেই থাকবেন মহারাজ। নিজের পাড়ার পুজো বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোতে দেখা যাবে বোর্ড সভাপতিকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2022,
  • अपडेटेड 12:21 PM IST
  • কলকাতাতেই থাকতে পারেন সৌরভ
  • চক্ষুদান হল বড়িশা প্লেয়ার্স কর্নারে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে পুজো মানেই আলাদা একটা আনন্দ। খেলা বা কাজের চাপের কারণে কলকাতায় সেভাবে থাকা হয় না বাংলার মহারাজের। তবুও শহরে থাকার সুযোগ পেলেই ক্লাবের পুজোতে চলে যান সৌরভ। সেখানেই অষ্টমীর দিন অঞ্জলি দেন তিনি। দাদাকে এক ঝলক দেখা বা একটা সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়্রে যায়। এবারেও শহরেই থাকবেন মহারাজ। নিজের পাড়ার পুজো বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোতে দেখা যাবে বোর্ড সভাপতিকে। বিভিন্ন সময় এই পুজোর বিসর্জনে নাচতেও দেখা গিয়েছে বাংলার মহারাজকে।    

নতুন লুকে মহারাজ
এবারের পুজোয় একেবারে নতুন লুকে দেখা যাবে সৌরভকে। বিজ্ঞাপনের শুটিং-এর জন্য দাড়ি কাটেননি তিনি। এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''একটা শুটের জন্য দাড়ি কাটছি না।'' এই লুকে বেশ কিছু মানুষের প্রশংসাও পেয়েছেন সৌরভ। তিনি বলেন, ''আমি নাম বলতে চাই না তবে একজন আমাকে বলেছে, এই লুকটা বেশ ভাল লাগছে।'' তবে এবারের পুজোতে মেয়ে সানাকে কাছে পাচ্ছেন না সৌরভ। সানা বর্তমানে ইংল্যান্ডে পড়াশুনো করছেন।

আরও পড়ুন

পুজোর পরেই বোর্ডের নির্বাচন

পুজোর পরেই বিসিসিআই-এর (BCCI) বার্ষিক সাধারণ সভা। সেখানেই ঠিক হবে, পরের সভাপতি কে হবেন। এখন যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে, এবার হয়ত আর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন সৌরভ। সেক্ষেত্রে বোর্ড সভাপতি হতে পারেন জয় শাহ (Jay Shah)।  কারণ এবার সভাপতি হতে না পারলে আরও ছয় বছর জয়কে এই পদ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে। ৬ বছর পর ভারতীয় রাজনীতি কোন দিকে যায় সেটার দিকেও নজর রাখতে হবে তাঁকে। এখন ভোটে দাঁড়ালে প্রায় সমস্ত রাজ্য সংস্থা সহ কেন্দ্রীর হাতে থাকা রেল সার্ভিসেস এবং বিশ্ববিদ্যালয়গুলির ভোট তাঁর কাছেই যাবে। ফলে তাঁর সভাপতি হওয়া নিশ্চিত হবে। জয় শাহ সভাপতি হলে সচিব হিসেবে আসতে পারেন অরুণ ধূমল। 

Advertisement

আইসিসি-তে যেতে পারেন সৌরভ?
বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এবার কী আইসিসি চেয়ারম্যান পদের জন্য লড়বেন বাংলার মহারাজ? অনেকদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে। সৌরভ যদিও এখনই এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ।            

Read more!
Advertisement
Advertisement