Advertisement

Sudip Chatterjee: ঋদ্ধিমানের পথেই সুদীপ, বাংলা ছেড়ে কোথায় খেলবেন ওপেনার?

ঋদ্ধিমান সাহার ক্ষেত্রেও দেখা গিয়েছিল একই চিত্র সেই সময় ঋদ্ধিকে বোঝাতে চেয়ে ফোন করেছিলেন বাংলার তৎকালীন কোচ অরুন লাল (Arun Lal) তাতেও সমস্যার সমাধান হয়নি। বাংলার ক্রিকেট কর্তা দেবব্রত দাসের কথায় ক্ষুন্ন হয়েছিলেন ঋদ্ধি। আর সেই জন্যই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে সুদীপের বাংলা ছাড়ার কারণ অন্য। 

সুদীপ চট্টোপাধ্যায়সুদীপ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2022,
  • अपडेटेड 5:49 PM IST
  • বাংলা ছাড়তে পারেন সুদীপও
  • কোন রাজ্যে যাবেন তিনি?

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) পথেই এবার হাঁটতে চলেছেন বাংলার ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)। সূত্রের খবর বাংলার উইকেট কিপার ব্যাটসম্যান এর মতোই তিনিও এবার ত্রিপুরার হয়ে খেলতে পারেন। হয়তো কিছুদিনের মধ্যেই সিএবির (Cricket Association Of Bengal) কাছ থেকে ছাড়পত্র নিয়ে নেবেন সুদীপ বাংলা ছাড়ার খবর সামনে আসতেই তাকে বোঝাতে আসরে নেমে পড়েন বাংলার নয়া কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla) কিন্তু তাতেও কাজ হয়নি। নিজের সিদ্ধান্তে অনোর রয়েছেন বাংলা এই বেটার

ঋদ্ধিমান সাহার ক্ষেত্রেও দেখা গিয়েছিল একই চিত্র সেই সময় ঋদ্ধিকে বোঝাতে চেয়ে ফোন করেছিলেন বাংলার তৎকালীন কোচ অরুন লাল (Arun Lal) তাতেও সমস্যার সমাধান হয়নি। বাংলার ক্রিকেট কর্তা দেবব্রত দাসের কথায় ক্ষুন্ন হয়েছিলেন ঋদ্ধি। আর সেই জন্যই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে সুদীপের বাংলা ছাড়ার কারণ অন্য। 

আরও পড়ুন

কেন বাংলা ছাড়তে পারেন সুদীপ?
কোচ অরুণ লালের সময় থেকেই বাংলা দলের সুযোগ পাচ্ছিলেন না সুদীপ আর এবার নামিবিয়া গামী বাংলা দলেও তাকে রাখা হয়নি খেলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ বাংলার ওপেনার আর সেই কারণেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপ বলেছেন, ''যেখানে খেলার সুযোগ পাবো সেখানেই যাব ত্রিপুরাতে সেই সুযোগ রয়েছে।''

তবে ত্রিপুরাতেই যাচ্ছেন কি না সে বিষয় নিশ্চিত করে কিছু জানাননি সুদীপ। তবে তিনি বাংলা ছাড়তে চাইছেন। এখন সিএবি কর্তারা তাঁকে নিয়ে আলোচনায় বসবেন না কি তাঁকে অন্য রাজ্যে যেতে দেবেন সেটাই এখন দেখার। বা হাতি এই ওপেনার ফাস্ট ক্লাস ক্রিকেটে ৬৩টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৯৮৮। গড় ৩৭.৯৮। লিস্ট এ ক্রিকেটে ৫৬ ম্যাচে ১৩২০ রান করেছেন সুদীপ। ২৬টি ২০ ম্যাচও খেলেছেন সুদীপ। তাঁর রান ৫১৩। গড় ২৫.৬৫। টি২০ ক্রিকেটে সুদীপের স্ট্রাইক রেট ১১৮.৪৭। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement