Advertisement

Sunil Chhetri Retirement: সুনীলের শেষ ম্যাচেও দলে জায়গা হল না বিশালের, প্লেয়িং ১১-এ কারা?

ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। প্রতিপক্ষ কুয়েত। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কুয়েত দলে একাধিক তারকা এই ম্যাচে না থাকলেও ভারতীয় দল তাদের একেবারেই হালকাভাবে নিতে নারাজ। ভারত অধিনায়ক শেষ হাসি হাসুন, এমনটাই চাইছেন ভক্ত-অনুরাগীরা। তাঁর সতীর্থরাও সুনীলের শেষ ম্যাচ রাঙিয়ে দিতে চান। শুভাশিসরা এই ম্যাচ জিতেই ক্যাপ্টেনকে বিদায় জানাতে চান। 

Indian Football Team
জাগৃক দে
  • কলকাতা,
  • 06 Jun 2024,
  • अपडेटेड 8:44 AM IST

ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। প্রতিপক্ষ কুয়েত। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কুয়েত দলে একাধিক তারকা এই ম্যাচে না থাকলেও ভারতীয় দল তাদের একেবারেই হালকাভাবে নিতে নারাজ। ভারত অধিনায়ক শেষ হাসি হাসুন, এমনটাই চাইছেন ভক্ত-অনুরাগীরা। তাঁর সতীর্থরাও সুনীলের শেষ ম্যাচ রাঙিয়ে দিতে চান। শুভাশিসরা এই ম্যাচ জিতেই ক্যাপ্টেনকে বিদায় জানাতে চান। 

যে ভাবেই হোক নিজের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না সুনীল। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সুনীল বলেন, 'গোল যেই করুক জয় চাই। আমি করতে পারলে যেমন ভাল লাগবে ঠিক তেমনই যে কেউ এই ম্যাচে গোল করলেই আমি একই রকম খুশি হব। ম্যাচটা জেতা ছাড়া আর কিছুই ভাবছি না।' শুধু তাই নয়, ম্যাচটা ক্লিন শিট নিয়ে শেষ করতে চাইছেন ভারত অধিনায়ক। সেই কারণে দলের ডিফেন্ডারকেও সতর্ক করছেন সুনীল। 

গোলে গুরপ্রীত

গোলকিপার গুরপ্রিত সিং সান্ধু একেবারেই সেরা ছন্দে নেই। তবুও তাঁকে আরও সুযোগ দিতে চান ইগর স্টিম্যাচের। ফলে আইএসএল-এ টানা ভাল খেলা মোহনবাগান সুপার জায়েন্ট গোলকিপার বিশাল কাইত দলে থাকলেও সুযোগ পাবেন না প্রথম একাদশে। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে স্টিম্যাচ বলেন, 'জানি, গুরপ্রীত কিছু ম্যাচ খারাপ খেলেছে। কিন্তু ও আমার দলের দীর্ঘদিনের ফুটবলার। এই ম্যাচে অভিজ্ঞ ফুটবলার দরকার। আর তাই ওই খেলবে। এতদিন ধরে যে ধারাবাহিকতা দেখিয়েছে তাকে বাদ দেব না।'

দুই দলে কারা থাকতে পারেন?
ভারতের সম্ভাব্য একাদশ- গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার); নিখিল পূজারি, শুভাশীষ বসু, আনোয়ার আলি, জয় গুপ্তা, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, নওরেম মহেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লালিয়ানজুয়ালা ছাংতে, সুনীল ছেত্রী (ক্যাপ্টেন)

Advertisement

কুয়েতের সম্ভাব্য একাদশ- সুলায়মান আব্দুল গফুর (গোলকিপার), রাশেদ আল-দোসারি, খালিদ এল ইব্রাহিম, হাসান আল-এনেজি, সালমান বোরমেয়া, ঈদ আল রাশেদী, হামাদ আল-হারবি, ফয়সাল জায়েদ, আজবি শেহাব, মহম্মদ দাহাম, ইউসুফ নাসের           

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement