Advertisement

Virat Kohli, Sunil Gavaskar: 'জাস্ট ২০ মিনিট নেব,' বিরাটকে ফর্মে ফেরাতে আসরে গাভাস্কর

বিরাট কোহলির ফর্ম নিয়ে সুনীল গাভাস্কার বলেন, 'আমি যদি ওর (বিরাট কোহলি) সঙ্গে কথা বলার জন্য যদি ২০ মিনিট সময় পাই, তাহলে হয়তো আমি ওকে বলতে পারব ওর এখন কী করা উচিত। হয়তো আমি তাকে সাহায্য করতে পারি, এতে অবশ্যই বিরাটের উপকার হবে। আমি নিজে অফ-স্টাম্প লাইন নিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই বিষয়েই কথা বলব।''

বিরাট কোহলি ও সুনীল গাভাস্কার বিরাট কোহলি ও সুনীল গাভাস্কার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 4:42 PM IST
  • কথা বলেই বিরাটকে ফর্মে ফেরাবেন গাভাস্কার
  • একেবারেই ফর্মে নেই বিরাট

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ফর্ম দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত তিন বছর ধরে সেঞ্চুরির জন্য আকুল হয়ে থাকা বিরাট কোহলি এখনও বড় স্কোর করতে পারছেন না। এমন পরিস্থিতিতে কেউ আবার তাঁকে বিরতির পরামর্শ দিচ্ছেন, আবার কেউ কথা বলছেন তাঁর কৌশল নিয়ে। এর মাঝেই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার জানিয়েছেন, তিনি সম্ভবত বিরাটকে কিছু সাহায্য করতে পারেন।

বিরাট কোহলির ফর্ম নিয়ে সুনীল গাভাস্কার বলেন, 'আমি যদি ওর (বিরাট কোহলি) সঙ্গে কথা বলার জন্য যদি ২০ মিনিট সময় পাই, তাহলে হয়তো আমি ওকে বলতে পারব ওর এখন কী করা উচিত। হয়তো আমি তাকে সাহায্য করতে পারি, এতে অবশ্যই বিরাটের উপকার হবে। আমি নিজে অফ-স্টাম্প লাইন নিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেই বিষয়েই কথা বলব।''

আরও পড়ুন


ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বোলার সময় সুনীল গাভাস্কার বলেছেন যে, ''আমিও একজন ওপেনিং ব্যাটসম্যান ছিলাম। অফ-স্টাম্পের লাইন আমাকেও বারবার সমস্যায় ফেলেছে। এখানে কিছু জিনিস সাহায্য করতে পারে, তাই আমি যদি বিরাট কোহলির সঙ্গে ২০ মিনিট কথা বলতে চাই।''

'কোহলি প্রতিটি বল খেলতে চায়'

সুনীল গাভাস্কার মনে করেন সমস্ত বল খেলতে চেয়েই নিজের বিপদ ডেকে আনছেন বিরাট। তিনি আরও বলেন, ''বিরাট কোহলির ব্যাট থেকে রান আসছে না, এমন পরিস্থিতিতে ও সব বল খেলতে চাইছে। কারণ প্রতিটি বলে ও রান পেতে চায়।'' তবে বিরাট কোহলির ক্রমাগত সমালোচনার মধ্যে সুনীল গাভাস্কার তাঁকে রক্ষা করার চেষ্টা করছেন।

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন যে বিরাট কোহলির রেকর্ড দেখুন, তিনি দেশের হয়ে ৭০টি সেঞ্চুরি করেছেন। তাই তিনি যদি ব্যর্থ হন তবে তাঁর পাশে দাঁড়ান উচিত। এমনকি সবচেয়ে বড় খেলোয়াড়রাও ব্যর্থ হয়েছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement