Advertisement

T20 WC : ক্যাচের জন্য ঝাঁপ জাদেজার, নটআউট দেওয়ায় খেপলেন কোহলি

শেষমেষ নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের খাতা খুলল ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের রাস্তায় ফিরল তারা। কিন্তু এদিন জয়ের পরও আফগানিস্তান ম্যাচে একটি ক্যাচ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কোহলি ও জাদেজা ব্য়াপক খেপে যান। কি হয়েছিল জেনে নিই।

ক্যাচ নিয়ে ক্যাচাকেচি
Aajtak Bangla
  • আবুধাবি,
  • 04 Nov 2021,
  • अपडेटेड 2:07 PM IST
  • অবশেষে জয়ে ফিরল ভার
  • রান রেটেও বৃদ্ধি
  • তবে ক্যাচ নিয়ে ফের বিতর্ক
  • খেপলেন কোহলি-জাদেজা

শেষমেষ নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের খাতা খুলল ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের রাস্তায় ফিরল তারা। কিন্তু এদিন জয়ের পরও আফগানিস্তান ম্যাচে একটি ক্যাচ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কোহলি ও জাদেজা ব্য়াপক খেপে যান। কি হয়েছিল জেনে নিই।

অবশেষে জয়

এদিন দুই ম্যাচ পর ফর্মে ফিরলেন ভারতীয় ব্য়াটসম্যানরা। আফগানিস্তানের তুলনামূলক দুর্বল বোলিং অ্যাটাক পেতেই চেপে বসলেন রোহিত শর্মা, কেএল রাহুলরা। ওপেনিং পার্টনারশিপেই তাঁরা ১৪০ রান তুলে ফেলেন। তারপর আর ভারতকে হারানো সম্ভব ছিল না। হয়নিও তাই ৬৬ রানের ব্যবধানে ভারতীয় দল জয় হাসিল করে নেয়। ওপেনিংয়ে রান বেড়ে যাওয়ায়, ঋষভ ও জাদেজাকে নামানো হয়। শেষমেষ ভারতীয় দল ২১০ রান করে। 

৬৬ রানের জয়ে রানরেটে বৃদ্ধি

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকে। ফলে তাঁদের আক্রমণ কখনও দানা বাঁধেনি। ২১০ রান তাড়া করার মতো ব্যাটসম্যান তাদের ছিল না। ফলে ৬৬ রান আগেই তাঁদের ইনিংস থমকে যায়। ভারত এবার টি২০ বিশ্বকাপে প্রথম জয় নথিবদ্ধ করে।

১৯তম ওভারে গোলমাল

কিন্তু বিতর্ক বাধে আফগানিস্তান ইনিংসের ১৯ তম ওভারে। আফগান ব্যাটার করিম জন্নত মহম্মদ শামির বলে বড় শট খেলতে গিয়ে বল উপরে তুলে দেন। জাদেজা বলের পিছনে দৌড়লেও মনে হচ্ছিল, বল তার পৌঁছনোর আগেই মাটিতে পড়ে যাবে। কিন্তু অদ্ভুত দক্ষতায় জাদেজা বল তালুবন্দি করেন। বলটি মাটি ছুঁয়েছে কি না, তা দেখার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন অনফিল্ড আম্পায়ার। কিন্তু দীর্ঘক্ষণ বিভিন্ন অ্যাঙ্গেল দেখে শেষমেষ নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।

কোহলি, জাদেজা

Advertisement

যাতে চটে যান বিরাট কোহলি। স্বভাববিরুদ্ধভাবে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকেও। তাঁদের দাবি, বল মাটি ছুঁয়ে ফেলার আগেই তালুবন্দি করেন জাদেজা। যা নিয়ে ক্ষোভ ম্যাচের পরও ছিল। যদিও ওই সিদ্ধান্তে ম্যাচের ফলে কোনও পরিবর্তন হয়নি। তবে আম্পায়ারিং নিয়ে কোনও অভিযোগ করবেন কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement