Advertisement

FIFA World Cup 2022: বাটলারদের থেকে অনেক বেশি টাকা পাবেন FIFA World Cup বিজয়ীরা, কত?

FIFA World Cup 2022: টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) শেষ হয়ে গিয়েছে। রবিবার থেকে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ১৮ ডিসেম্বর। প্রথমবার ফুটবল বিশ্বকাপ উপসাগরীয় কোনও দেশে অনুষ্ঠিত হচ্ছে। টি২০ বিশ্বকাপের থেকে এর প্রাইজমানি যে অনেকটাই বেশি হবে তা সহজেই অনুমান করা যায়। 

এমবাপে এমবাপে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2022,
  • अपडेटेड 5:41 PM IST
  • বড় পুরষ্কার অপেক্ষা করছে বিশ্বকাপ সেরাদের জন্য
  • টি২০ বিশ্বকাপের প্রাইজমানির থেকে অনেকন বেশি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) শেষ হয়ে গিয়েছে। রবিবার থেকে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ১৮ ডিসেম্বর। প্রথমবার ফুটবল বিশ্বকাপ উপসাগরীয় কোনও দেশে অনুষ্ঠিত হচ্ছে। টি২০ বিশ্বকাপের থেকে এর প্রাইজমানি যে অনেকটাই বেশি হবে তা সহজেই অনুমান করা যায়। 

২৬ গুন বেশি টাকা পাবেন ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নরা
ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ জয়ী দল দুটিই কত টাকা পায় তা জানতে আগ্রহী ভক্তরাও। দুটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাপ্ত পুরস্কারের অর্থের মধ্যে প্রায় ২৬ গুণের পার্থক্য রয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল যে পরিমাণ পাবে, ফিফা বিশ্বকাপ জয়ী দল পাবে তার ২৬ গুণ বেশি। 

আরও পড়ুন

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ৫.৬ মিলিয়ন ডলার (৪৫.১৪ কোটি টাকা) প্রাইজমানি নির্ধারণ করেছিল। যা ১৬টি দলের মধ্যে আলাদাভাবে বিতরণ করা হয়েছিল। ফাইনালের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হয় প্রায় ১৩ কোটি টাকা। যেখানে রানার আপ দল পেয়েছে প্রায় ৬.৪৪ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে ৩,৫৮৫ কোটি টাকা বিতরণ  করা হবে 

এবার ফিফা বিশ্বকাপের আয়োজন করবে কাতার। এর জন্য পুরস্কারের অর্থও ঘোষণা করা হয়েছে। এবার পুরো বিশ্বকাপ জুড়ে বিতরণের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৪৪০ মিলিয়ন ডলার (প্রায়  ৩৫৮৫ কোটি টাকা)। এতে বিশ্বকাপ জয়ী দল পাবে ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৩৪২ কোটি টাকা)। এটি আগের অর্থাৎ ২০১৮ বিশ্বকাপের চেয়ে ৮ মিলিয়ন ডলার বেশি।

আইপিএল বিজয়ীর চেয়ে প্রাইজ মানি কম  
 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটি কেবল ফিফা বিশ্বকাপ থেকে নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চ্যাম্পিয়ন দল থেকেও কম পরিমাণ পেয়েছে। গুজরাত টাইটান্স আইপিএল ২০২২ মরশুম জিতেছে। তারা ২০ কোটি টাকা পেয়েছে। আইপিএলের থেকে ৭ কোটি কম পেয়েছে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল।

Advertisement

আসুন জেনে নিই কে কত টাকা পাবে

২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটি প্রায় ১৩ কোটি টাকা পেয়েছে।
যে দল ২০২২ ফিফা বিশ্বকাপ জিতবে তারা প্রায় ৩৪২ কোটি টাকা পাবে।
যে দলটি আইপিএল ২০২২ মরশুম জিতেছে তারা প্রায় ২০ কোটি টাকা পেয়েছে।
ফিফা বিশ্বকাপে মোট ৩৫৮৫ কোটি টাকার প্রাইজমানি বিতরণ করা হবে।  

Read more!
Advertisement
Advertisement