Advertisement

ICC T20 World Cup Sanjana Ganesan: 'মুখ তো চটির মতো...' ইনস্টায় ট্রোলারকে ধুয়ে দিলেন বুমরার স্ত্রী

অ্যাডিলেডে নিজের একটি ছবি পোস্ট করেছেন সঞ্জনা। আর সেই ছবির কমেন্টে তাঁকে ট্রোল করার চেষ্টা করেন এক ব্যবহারকারী। সেই ব্যবহারকারীকে যোগ্য জবাব দিয়েছেন বুমরার স্ত্রী।

সঞ্জনা গনেশানসঞ্জনা গনেশান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Nov 2022,
  • अपडेटेड 1:13 PM IST
  • সঞ্জনাকে ট্রোল করার চেষ্টা
  • পাল্টা দিলেন বুমরার স্ত্রী

অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) কভার করছেন ক্রীড়া উপস্থাপকা এবং জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) স্ত্রী সঞ্জনা গনেশান (Sanjana Ganesan)। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand)। সেই ম্যাচের আগে অ্যাডিলেডে নিজের একটি ছবি পোস্ট করেছেন সঞ্জনা। আর সেই ছবির কমেন্টে তাঁকে ট্রোল করার চেষ্টা করেন এক ব্যবহারকারী। সেই ব্যবহারকারীকে যোগ্য জবাব দিয়েছেন বুমরার স্ত্রী।

ট্রোলের জবাব সঞ্জনার

সঞ্জনার শেয়ার করা ছবির কমেন্টে ব্যবহারকারী লেখেন, 'আপনাকে তো দেখতে অতটা সুন্দর নয়, বুমরাকে বিয়ে করলেন কী করে?' এর উত্তর দেন সঞ্জনা তিনি লেখেন, 'হাওয়াই চটির মতো মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কী হবে?'

আরও পড়ুন

সঞ্জনার এই মন্তব্যের পরেই নিজের কমেন্ট ডিলিট করে দেন সেই ব্যবহারকারী। এর পরেই ভারতীয় ক্রীড়া উপস্থাপিকা তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে সেখানে লেখেন, 'আমি উত্তর দেওয়ার পরে এক ব্যবহারকারী তাঁর কমেন্ট ডিলিট করেন এবং আমার কমেন্টে রিপোর্ট করেন। সেই ব্যবহারকারী নিজের প্রোফাইলও প্রাইভেট করে দিয়েছেন। আমার প্রশ্ন হল, বারে বারে আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করা হচ্ছে। ট্রোল করার চেষ্টা হচ্ছে। আমি সবার জবাব দিতে পারি না। আজ দিলাম। তাই অনুরোধ, কিছু বলার আগে একটু ভেবে দেখবেন। নিজের সম্পর্কে খারাপ কিছু শুনতে না পারা মানুষদের অন্যের প্রোফাইলে যা খুশি বলে যাওয়াটা ঠিক নয়।'

ট্রোল করেন সঞ্জনাও

তবে ট্রোল করার ক্ষেত্রে সঞ্জনাও একেবারে কম যান না। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময় ইংল্যান্ড সমর্থকদের ট্রোল করেছিলেন তিনি। ১২ জুলাই ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। শূন্য রানে দলের ৪ ব্যাটার আউট হন। হতাশ সমর্থকরা ম্যাচ ছেড়ে ফুড কোর্টে খেতে যান। সেখানে ক্রিস্পি ডাক নামে একটি স্টল ছিল। সেই ষ্টলের মেনুতে ছিল ডাক র‍্যাপ, ডাক ফ্যাট অ্যান্ড চিপস। স্টলের সামনে দাঁড়িয়ে ছবি দিয়ে ইংরেজ সমর্থকদের ট্রল করেন তিনি।

Advertisement

টি২০ বিশ্বকাপে নেই বুমরা

গত বছরেই ভারতের তারকা ফার্স্ট বোলার বুমরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঞ্জনা। তবে বর্তমানে চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে খেলতে পারছেন না তিনি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে মহম্মদ শামিকে। 

Read more!
Advertisement
Advertisement