Advertisement

Virat Kohli T20 World Cup 2022: T20 বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে কে? ভারতের সম্ভাব্য একাদশ

এবারের বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। সাধারণ ভাবে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেই ওপেন করতে দেখা যায় সহঅধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul)।

বিরাট কোহলি ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Sep 2022,
  • अपडेटेड 3:12 PM IST
  • বিরাটকে দিয়ে ওপেন করাতে পারে টিম ইন্ডিয়া
  • কেমন হতে পারে ভারতীয় দল?

অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় দল (Team India)। পরের মাসেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। সাধারণ ভাবে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গেই ওপেন করতে দেখা যায় সহঅধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul)। তবে এবার সেই ওপেনিং জুটিতে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। এশিয়া কাপে রাহুল সুযোগ পেলেও খুব ভাল কিছু করতে পারেননি।

ওপেন করতে পারেন রোহিত-বিরাট
আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচে রোহিত খেলেননি সেই ম্যাচেই রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট। নেমে সেঞ্চুরি করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে তিন নম্বরে ব্যাট করেন বিরাট ভাল খেললেও, ওপেনে নেমে আরও বেশি রান করেছেন তিনি। তাই তাঁকে দিয়েই বিশ্বকাপে ওপেন করান হতে পারে। তিন নম্বরে বিরাটের জায়গায় সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে। আইপিএল-এ আরসিবি-র হয়েও ওপেন করতে দেখা যায় বিরাটকে।

আরও পড়ুন: ধোনির সমস্ত রেকর্ড ভাঙবেন রোমান রেইনস, দাবি WWE কিংবন্তির

মিডল অর্ডারে কারা থাকবেন

হার্দিক পান্ডিয়াকে চার নম্বরে নামান হতে পারে। পাঁচ নম্বরে খেলতে পারেন রাহুল। একদিনের ম্যাচে শিখর ধাওয়ান ও রোহিত ওপেন করেন। রাহুল খেলেন মিডল অর্ডারে। টি২০ বিশবকাপেও এবার সেই ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সহ অধিনায়ককে। ছয় নম্বরে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে দীনেশ কার্তিক বা ঋষভ পন্তকে। 

আরও পড়ুন: এশিয়া কাপে স্টেডিয়ামে কে এই রহস্যময়ী আফগান সুন্দরী? বলিউডে কাজে আগ্রহী

দলে নেই রবীন্দ্র জাদেজা

চোট সারিয়ে দলে ফিরতে পারেননি রবীন্দ্র জাদেজা। তাঁর জায়গায় দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে। হর্ষাল প্যাটেল ও ভুবনেশ্বর কুমার শেষদিকে ব্যাট কাতে কিছু বড় শট খেলতে পারেন। আট ও নয় নম্বর জায়গায় নামতে পারেন এই দুই ক্রিকেটার। 

Advertisement

T20 বিশ্বকাপ ২০২২-এ ভারতের সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক (ডব্লিউকে), অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল।       
      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement