Advertisement

Bangladesh Cricket: 'কথা বলার সুযোগ নেই', বাংলাদেশ বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক তামিম

তামিম সাংবাদিকদের বলেন, 'কেউ আমাকে আমার টি-টোয়েন্টি ক্রিকেটে আমার পরিকল্পনার কথা বলার সুযোগ দেয়নি। আমি শুধু মিডিয়ার কাছ থেকে আমার টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে শুনতে পাই। বোর্ডের পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বোর্ডের, আমার কথা শোনা উচিত। আমি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছি তাই এটা আমার প্রাপ্য। আমি মিডিয়া থেকে শুনি এবং বোর্ডের বিভিন্ন বক্তব্য। ওরা এমন কিছু বলে যা নিয়ে কথা বলার মত আমার কোন ভাষা নেই।' 

তামিম ইকবাল, ছবি-ফেসবুক তামিম ইকবাল, ছবি-ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 4:46 PM IST
  • বাংলাদেশ বোর্ডে ফের বিতর্ক
  • তামিমের সঙ্গে লেগে গেল বোর্ডের

বাংলাদেশ ক্রিকেটে ফের অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) মধ্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বিসিবিকে অবাক করে দিয়ে বলেছেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ভবিষ্যত নিয়ে বোর্ড তাঁর সঙ্গে কোনও আলোচনা করছে না। তামিমও অভিযোগ করেন, তাঁকে মিডিয়ার সামনে আত্মপক্ষ সমর্থনের একটি সুযোগও দেওয়া হয়নি।


তামিম সাংবাদিকদের বলেন, 'কেউ আমাকে আমার টি-টোয়েন্টি ক্রিকেটে আমার পরিকল্পনার কথা বলার সুযোগ দেয়নি। আমি শুধু মিডিয়ার কাছ থেকে আমার টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে শুনতে পাই। বোর্ডের পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বোর্ডের, আমার কথা শোনা উচিত। আমি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছি তাই এটা আমার প্রাপ্য। আমি মিডিয়া থেকে শুনি এবং বোর্ডের বিভিন্ন বক্তব্য। ওরা এমন কিছু বলে যা নিয়ে কথা বলার মত আমার কোন ভাষা নেই।' 

এমনটাই জানিয়েছে বিসিবি

আরও পড়ুন

বিসিবির অপারেশনাল চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্যের সঙ্গে তামিমের বক্তব্যের কোনো মিল নেই। জালাল সম্প্রতি বলেছিলেন যে, তিনি নাকি তামিমকে টি২০ ক্রিকেটে ফেরার ব্যাপারে অনুরোধ করেছিলেন। তবে তামিম সেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে চাননি।

চোটে ভুগছেন তামিম

গত বছরের জুলাইয়ে তামিম ইকবাল হাঁটুতে চোট পান। যা তাকে কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে রাখে। তামিম ঘোষণা করেছিলেন যে তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন না এবং একজন তরুণ খেলোয়াড়কে সুযোগ করে দেবেন। তামিম পরবর্তীতে নেপালে অনুষ্ঠিত এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নেন, ফিরে আসার জন্য। সেখানে গিয়ে তাঁর বুড়ো আঙুল ভেঙে যায়। 

চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের মাধ্যমে জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নিয়েছেন তামিম ইকবাল। তামিম এখন পর্যন্ত ৬৭টি টেস্ট, ২২৫টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 

Advertisement

টেস্ট ক্রিকেটে, তামিম ৩৯.৫৩ গড়ে ৪৯৮১ রান করেছেন, যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধ শতরান রয়েছে। ৩৩ বছর বয়সী তামিম ইকবাল ওয়ানডেতে ৩৬.৭৪ গড়ে ৭৮২৬ রান করেছেন। এই সময়ে তিনি ১৪টি সেঞ্চুরি ও ৫২টি অর্ধশতক করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ১৭৫৮ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম একটি সেঞ্চুরি ও সাতটি অর্ধ শতরান করেছেন। 

Read more!
Advertisement
Advertisement