ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। এই সফরে পাকিস্তানের একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার কাছে। তবে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে হবে টিম ইন্ডিয়াকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি একদিনের সিরিজ জেতার রেকর্ড গড়ে ফেলবে ভারতীয় দল। ২০০৬ সালের পর থেকে আর ভারতকে একদিনের সিরিজে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ১১টা সিরিজ খেলে ফেলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তার ১১টাতেই জিতে গিয়েছে ভারতীয় দল। শেষবার ২০০৬ সালের মে মাসে একদিনের সিরিজে হারতে হয়েছিল ভারতকে। এবার শিখর ধাওয়ানের নেতৃত্বে খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজ জিততে পারলে রেকর্ড গড়ে ফেলবে ভারত। পাকিস্তানও জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১১টি একদিনের সিরিজ জিতেছে।
আরও পড়ুন; সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে AIFF, নয়া সংবিধানে ব্যাপক বদল
প্রসঙ্গত, পাকিস্তানের এই রেকর্ড গড়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে, বিশ্ব ক্রিকেটে জিম্বাবোয়েকে দুর্বল দল হিসেবে বিবেচনা করা হয়। ওয়ানডে ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে টানা ১১ বার জিম্বাবোয়েকে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান দল এখন পর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও ১৪টি একদিনের সিরিজ খেলেছে পাকিস্তান। যার মধ্যে একটিও ওয়ানডে সিরিজ হারেনি তারা। কিন্তু শুরুর তৃতীয় সিরিজ ড্র হয়।
আরও পড়ুন: রাহুলের করোনা, চোট জাদেজার, WI-র বিরুদ্ধে নামার আগে চাপে ভারত
এক দলের বিপক্ষে সর্বাধিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড
১১ বার ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে (২০০৭ থেকে এখন পর্যন্ত)
১১ বার পাকিস্তান জিম্বাবুয়েকে হারিয়েছে (১৯৯৬ থেকে এখন পর্যন্ত)
১০ বার পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে (১৯৯৬ থেকে এখন পর্যন্ত)
৯ বার দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারিয়েছে (১৯৯৫ এখন পর্যন্ত)
৯ বার ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে (২০০৭ থেকে এখন পর্যন্ত)
আরও পড়ুন: ISL-এ ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন স্টিফেন, শীঘ্রই ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজ সফর: ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া:
শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, বিখ্যাত কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং আরশদীপ সিং।
টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ
১ম একদিনের ম্যাচ - ২২ জুলাই
২য় একদিনের ম্যাচ - ২৪ জুলাই
৩য় একদিনের ম্যাচ - ২৭ জুলাই
১ম টি-টোয়েন্টি - ২৯ জুলাই
২য় টি-টোয়েন্টি - ১ আগস্ট
৩য় টি-টোয়েন্টি - ২ আগস্ট
৪র্থ টি-টোয়েন্টি - ৬ আগস্ট
পঞ্চম টি-টোয়েন্টি - ৭ আগস্ট