Advertisement

India ODI Squad vs Australia: Out সঞ্জু-In উনাদকট, BCCI-র সিদ্ধান্তে কীসের ইঙ্গিত?

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর, অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)। সেই দলে তিনটি পরিবর্তন এনেছে বিসিসিআই (BCCI)। এই বছরেই ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ (ICC ODI Word Cup)। ফলে এই তিনটি পরিবর্তন বড় ইঙ্গিত দিচ্ছে ভারতীয় দলের জন্য। 

সঞ্জু স্যামসন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Feb 2023,
  • अपडेटेड 11:01 AM IST
  • দলে সুযোগ পেলেন না সঞ্জু
  • চোট সারেনি বুমরার

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর, অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)। সেই দলে তিনটি পরিবর্তন এনেছে বিসিসিআই (BCCI)। এই বছরেই ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ (ICC ODI Word Cup)। ফলে এই তিনটি পরিবর্তন বড় ইঙ্গিত দিচ্ছে ভারতীয় দলের জন্য। 

বিশ্বকাপ পরিকল্পনায় নেই স্যামসন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বাদ দেওয়ার অর্থ হল এই বছর অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় বিসিসিআই তাঁকে রাখেনি। সঞ্জু গত বছরে ২০২২ সালে ১০টি একদিনের ম্যাচে মোট ২৮৪ রান করেছেন। তাঁর গড় ৭১। স্ট্রাইক রেটও ১০০-র কাছাকাছি। তবুও সঞ্জুর জায়গায় এই মুহূর্তে খারাপ ফর্মে থাকা কেএল রাহুলকেই (KL Rahul) দলে রেখে দিয়েছে বোর্ড। তবে আইপিএল-এ (IPL) সঞ্জু রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়কত্ব করবেন। তিনি যদি সেখানে ফর্মে থাকেন তবে আবারও ভারতীয় দলের দরজা খুলতে পারে তাঁর জন্য। 

আরও পড়ুন: অর্ধেক দল দেশে ফিরেছে, সিরিজ শেষের আগেই আত্মসমর্পণ অজিদের?

বাঁহাতি ফাস্ট বোলার জয়দেব উনাদকট (Jaydev Unadkat) ২০১৩ সালের পর ভারতের ওয়ানডে দলে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ বিসিসিআই এখনও একজন বাঁ হাতি পেস বোলারের খোঁজ চালিয়ে যাচ্ছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে বড় ভূমিকা নিতে পারেন জয়দেব উনাকট। ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন সৌরাষ্ট্রের এই জোরে বোলার। টি টোয়েন্টিতে সুযোগ পেলেও আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) ওয়ানডে বিশ্বকাপে খেলানোর পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। এই বছরেই বিশ্বকাপ রয়েছে। বিসিসিআই অভিজ্ঞ বোলার উনাদকটকেই সুযোগ দিতে চাইছে। 

জসপ্রীত বুমরা

বুমরার ফিটনেস এখনও চিন্তার কারণ

Advertisement

তারকা ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা সম্প্রতি পিঠের চোট থেকে সেরে উঠেছেন। তিনি অনেকদিন ধরেই রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রয়েছেন। তিনি বোলিং অনুশীলনও শুরু করেছেন। কিন্তু ওয়ানডে সিরিজের বাইরে থাকাটা চিন্তার বিষয়। এনসিএ এখনও বুমরাকে পুরোপুরি ফিট ঘোষণা করেনি। তবে বুমরা আইপিএলে ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইপিএল-এ তিনি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলবেন। 

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়, মহিলাদের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

প্রথম ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন হার্দিক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার্দিক পান্ডিয়াকে একটি বড় দায়িত্ব দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। সিরিজে তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। যদিও অধিনায়ক রোহিত শর্মা সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ফলে প্রথম ওয়ানডেতে রোহিতের পরিবর্তে হার্দিককেই দলের অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে। সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। 

আরও পড়ুন: ভেস্তে যাওয়া হকি ডার্বি কবে, পিছিয়ে থেকেই শুরু করবে ইস্টবেঙ্গল?

টেস্ট সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হয়েছে। সিরিজের প্রথম একদিনের ম্যাচ ১৭ মার্চ মুম্বইয়ে, দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ বিশাখাপত্তনমে এবং শেষ ওয়ানডে ২২ মার্চ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement