Advertisement

East Bengal Transfer Update: মোহনবাগানের তিরি কি ইস্টবেঙ্গলে? সই করাতে চায় আরও এক বড় ক্লাব

মোহনবাগান ছাড়লেন তিরি (Tiri)। তবে কোন দলে যাচ্ছেন তিনি? তবে কি ইস্টবেঙ্গলে (East Bengal)যাচ্ছেন মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন ডিফেন্ডার? না এখনও অবধি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নাটকে মোড়া তিরির দলবদলের গল্প। বুধবার হঠাৎ পোস্ট। আর তাতেই বোঝা গেল মোহনবাগান ছাড়ছেন। কিন্তু যাচ্ছেন কোথায়? ইস্টবেঙ্গলের থেকেও বড় প্রস্তাব দিল আরও এক বড় ক্লাব।

তিরিতিরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2023,
  • अपडेटेड 9:02 AM IST

মোহনবাগান ছাড়লেন তিরি (Tiri)। তবে কোন দলে যাচ্ছেন তিনি? তবে কি ইস্টবেঙ্গলে (East Bengal)যাচ্ছেন মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন ডিফেন্ডার? না এখনও অবধি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নাটকে মোড়া তিরির দলবদলের গল্প। বুধবার হঠাৎ পোস্ট। আর তাতেই বোঝা গেল মোহনবাগান ছাড়ছেন। কিন্তু যাচ্ছেন কোথায়? ইস্টবেঙ্গলের থেকেও বড় প্রস্তাব দিল আরও এক বড় ক্লাব।

কোথায় যাবেন তিরি?

ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল, এবং এফসি গোয়া তিরিকে সই করানোর লড়াইতে থাকলেও, হঠাৎ লড়াইয়ে যোগ দেয় মুম্বই সিটি এফসি। এরপরেই আবার তিরির মোহনবাগান ছাড়ার পোস্ট। সব মিলিয়ে ট্রান্সফার মার্কেট একাই জমিয়ে দিলেন স্প্যানিশ ডিফেন্ডার।সবুজ মেরুন জার্সি গায়ে, ৩১ বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ব্যাক দুর্দান্ত পারফর্ম করেছেন। গোটা আইএসএল (ISL) ক্যারিয়ারে, তিনি খেলে ফেলেছেন মোট ১১০টি ম্যাচ। পাসিং অ্যাকিউরেসি ৭৫.১১% এবং সর্বোপরি ৩টি গোলও রয়েছে তাঁর নামের পাশে। শুধু তাই নয়, একজন দক্ষ টিমম্যান হিসেবেই দলকে সার্ভিস দিয়েছেন তিরি। তিরির ফুটবল জীবন শুরু হয় স্প্যানিশ ক্লাব কার্ডিজের (Cardiz) জার্সি গায়ে। এরপর ২০১২ সালে, স্পেনের বিখ্যাত দল অ্যাটলেটিকো ডি মাদ্রিদের (Atletico De Madrid) রিজার্ভ দলে সই করেন।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন?

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন স্প্যানিশ ডিফেন্ডার। মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিরি। ফ্যান্দেরও ধন্যবাদ জানিয়েছেন এই স্টপার। ট্যুইটারে তিনি লেখেন, ‘ধন্যবাদ এটিকে-মোহনবাগান এই ৩ বছরের জন্য। আমার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য, সমর্থকদের ধন্যবাদ। আমি অন্যভাবে বিদায় জানাতে পছন্দ করতাম, কিন্তু বিষয়গুলো খুব দ্রুত ঘটে গিয়েছে। জীবনে আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং নতুন সুযোগগুলির ওপর বিশ্বাস রাখতে হবে। আমি তোমাদের মিস করব। ধন্যবাদ..’। যদিও এখনও কোনও কিছুই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। তবে তিরি যে মোহনবাগান ছাড়ছেন তা এক প্রকার নিশ্চিত।

Advertisement

তারপর ২০১৫ সালে যোগ দেন এটিকে-তে (ATK)। কিন্তু তারপর আবার ফিরে যান স্পেনে (Spain)। ফের ২০১৬ সালের ডিসেম্বর মাসে, তাঁকে ফিরিয়ে নিয়ে আসে এটিকে টিম ম্যানেজমেন্ট। কিন্তু তারপর আবারও স্পেনে ফিরে যান তিনি এবং যোগ দেন স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব মার্বেলাতে (Marbella)। অন্যদিকে, ২০১৯ সালে আইএসএল-এর ক্লাব জামশেদপুর এফসি-তে (Jamshedpur FC) সই করেন তিনি। তারপর ২০২০ সালে, এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) সঙ্গে চুক্তিবদ্ধ হন তিরি। আর তারপর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখান সবুজ মেরুন জার্সি গায়ে। বলা যেতে পারে, অনবদ্য সিজন উপহার দেন সমর্থকদের। 

 

Read more!
Advertisement
Advertisement