Advertisement

Murali Vijay: বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন মুরলী বিজয়, দর্শকদের চিত্‍কার 'DK DK', তারপর...

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ফিল্ডিং করছিলেন মুরলী বিজয়। বিজয় যখন বাউন্ডারিতে দাঁড়িয়ে ছিলেন, সেই সময় ভক্তরা পেছন থেকে দীনেশ কার্তিকের নাম ধরে চিৎকার করতে থাকে। ভক্তরা 'ডিকে..ডিকে..' বলে চিৎকার করতে থাকেন। এরপর ভক্তদের দিকে তাকিয়ে প্রতিক্রিয়াও জানান মুরলী বিজয়। হাততালি দিয়ে দর্শকদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। এরপর দর্শকদের সঙ্গে হাত মেলান তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে। একটা সময় মুরলী বিজয় এবং দীনেশ কার্তিক দুই জনেই তামিলনাড়ুর হয়ে খেলেন, তবে তাদেরও একটি সংযোগ রয়েছে। 

দীনেশ কার্তিক ও মুরলী বিজয়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2022,
  • अपडेटेड 12:20 PM IST
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে দীনেশ কার্তিক
  • TNPL-এ খেলছেন মুরলী বিজয়

ভারতীয় দল থেকে অনেক দূরে রয়েছেন মুরলী বিজয়। তবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। কিছুদিন আগেই এই লিগে সেঞ্চুরি করে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তবে এবার বিদ্রুপের স্বীকার হতে হল তাঁকে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন তাঁকে দেখেই ডিকে ডিকে করে চিৎকার করতে থাকেন দর্শকরা। অথচ, এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে সে দেশে উড়ে গিয়েছেন দীনেশ কার্তিক। 

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ফিল্ডিং করছিলেন মুরলী বিজয়। বিজয় যখন বাউন্ডারিতে দাঁড়িয়ে ছিলেন, সেই সময় ভক্তরা পেছন থেকে দীনেশ কার্তিকের নাম ধরে চিৎকার করতে থাকে। ভক্তরা 'ডিকে..ডিকে..' বলে চিৎকার করতে থাকেন। এরপর ভক্তদের দিকে তাকিয়ে প্রতিক্রিয়াও জানান মুরলী বিজয়। হাততালি দিয়ে দর্শকদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। এরপর দর্শকদের সঙ্গে হাত মেলান তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে। একটা সময় মুরলী বিজয় এবং দীনেশ কার্তিক দুই জনেই তামিলনাড়ুর হয়ে খেলেন, তবে তাদেরও একটি সংযোগ রয়েছে। 

আরও পড়ুন: চোখ ধাঁধানো নতুন সাজে মোহনবাগান তাঁবু, উদ্বোধনের আগেই রইল সব ছবি

আসল ঘটনা কী?
দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী নিকিতা ভাঞ্জারার সঙ্গে মুরলী বিজয়ের সম্পর্ক ছিল। পরে নিকিতা, মুরলী বিজয়কে বিয়ে করেছিলেন। এর কিছুদিন পরে, দীনেশ কার্তিক ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন।    

আরও পড়ুন: অবসর নিলেন ভিন্স ম্যাকমোহন, WWE-র নয়া কর্তা Triple H, মাইনে কত?

আইপিএল-এর থেকেই দারুণ ছন্দে র‍য়েছেন দীনেশ কার্তিক। ফিনিশারের ভূমিকায় বারবার দেখা গিয়েছে তাঁকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হোক বা ভারতীয় দল সব ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন কার্তিক। আইপিএল-এ ১৪ ইনিংসে ২৮৪ রান করেছেন কার্তিক। তাঁর গড় ৫৭.৪ স্ট্রাইক রেট ১৯১.৩৩। যে সময় তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিশেষজ্ঞরা ঠিক সেই সময় জ্বলে ওঠেন কার্তিক। 

Advertisement

আরও পড়ুন: মনোজদের নতুন কোচ লক্ষ্মীরতন, সহকারী সৌরাশিস লাহিড়ী


দারুণ শতরান বিজয়ের
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে যদিও পুরনো মেজাজে দেখা যাচ্ছে বিজয়কে। ৩টি চার ও ৬টি ছক্কার মাধ্যমে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে এখানেই থামেননি বিজয়। ৭টা চার আর ১২টা ছক্কার সাহায্যে ৬৬ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। যদিও তাঁর দল ত্রিচি ওয়ারিয়ার্সের হার বাঁচাতে পারেননি বিজয়।  
  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement