Advertisement

ICC T20 World Cup Ind vs Eng: ভারতের বিরুদ্ধে নামার আগে ২ তারকার চোট, দুঃশ্চিন্তায় বাটলাররা

আগামীকাল অ্যাডিলেডে এই ম্যাচ হওয়ার কথা তবে তার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, তাদের দুই তারকা ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালানের (Dawid Malan) পর এবার চোট পেলেন ফাস্ট বোলার মার্ক উড (Mark Wood)।

ইংল্যান্ড দল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Nov 2022,
  • अपडेटेड 12:00 PM IST
  • চোট পেয়েছেন মালান ও উড
  • সমস্যা বাড়ল ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের (India vs England)। আগামীকাল অ্যাডিলেডে এই ম্যাচ হওয়ার কথা তবে তার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, তাদের দুই তারকা ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালানের (Dawid Malan) পর এবার চোট পেলেন ফাস্ট বোলার মার্ক উড (Mark Wood)।

উডের জায়গায় কে সুযোগ পেতে পারেন?

এই দুই তারকা ক্রিকেটার এবার ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনও জানা যায়নি। কিন্তু রিপোর্ট অনুযায়ী মার্ক উডের পক্ষে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলা বেশ কঠিন। তাঁর জায়গায় দলের সুযোগ পেতে পারেন টাইমল মিলস (Tymal Mills)।

আরও পড়ুন: পাকিস্তান না নিউজিল্যান্ড, আজ কাদের জয় চান ভারতের ক্রিকেট ভক্তরা?

মঙ্গলবার ইংল্যান্ড দলের অনুশীলন ছিল। সেই সময়ই মার্ক উড চোট পান। যদিও ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উডের চোট গুরুতর নয়। আশা করা যায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। কিছুদিন আগেই চোট কাটিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন উড। কনুইতে চোট ছিল তাঁর এবার নতুন করে পাওয়া চোট দ্রুত কাটিয়ে উঠতে হবে তাঁকে। আরও একবার টি২০ বিশ্বকাপ জেতার থেকে মাত্র দুই ধাপ দূরে ইংল্যান্ড।

সুযোগ পাবেন সল্ট?

দুই তারকা ক্রিকেটারের এমন চোট নিঃসন্দেহে ইংল্যান্ড দলের জন্য বড় ধাক্কা। এই বিশ্বকাপে ইংল্যান্ড ফার্স্ট বোলার উড চারটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ন'টি উইকেট। ধারাবাহিকভাবে ৯০ মাইল প্রতি ঘন্টা গতিতে বল করে গিয়েছেন। অন্যদিকে মালান চারটি ম্যাচ খেলে করেছেন ৫৬ রান। যদিও একটি ম্যাচে ব্যাট করতে হয়নি তাঁকে। যদি মালান সুস্থ হয়ে উঠতে না পারেন তবে তাঁর জায়গায় ফিল সল্টকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ডেভিড মালান ও মার্ক উড

আরও পড়ুন: শ্বশুর আফ্রিদির পথেই জামাই, ভারতের তেরঙা যখন তুলে নিলেন শাহিন

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দিনেশ কার্তিক (ডাব্লউকে), দীনেশ কার্তিক (ডাব্লিউকে), হার্দিক পান্ডিয়া, আর.কে. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি

স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
রিজার্ভ খেলোয়াড়: লিয়াম ডসন এবং রিচার্ড গ্লিসন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement