Advertisement

Mohun Bagan: মোহনবাগানের মুকুটে আরও এক পালক, সবুজ-মেরুনের সঙ্গে খেলবে উরুগুয়ের ক্লাব?

ভারতে খেলতে আসতে চায় উরুগুয়ের ক্লাব। সবচেয়ে বড় কথা হল, ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ম্যাচ খেলতে আসতে চায় উরুগুয়ের অ্যালবিওন ফুটবল ক্লাব (Albion Football Club)। যদিও মোহনবাগান ক্লাবের সঙ্গে এই ব্যাপারে এখনও কোনও কথাবার্তা হয়নি সুয়ারেজ-কাভানিদের দেশের ক্লাবের।

অ্যালবিওন ও মোহনবাগানঅ্যালবিওন ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2023,
  • अपडेटेड 9:14 PM IST

ভারতে খেলতে আসতে চায় উরুগুয়ের ক্লাব। সবচেয়ে বড় কথা হল, ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ম্যাচ খেলতে আসতে চায় উরুগুয়ের অ্যালবিওন ফুটবল ক্লাব (Albion Football Club)। যদিও মোহনবাগান ক্লাবের সঙ্গে এই ব্যাপারে এখনও কোনও কথাবার্তা হয়নি সুয়ারেজ-কাভানিদের দেশের ক্লাবের।


মোহনবাগানের মতোই ক্লাব অফ পায়োনিয়ার্সের (Club of Pioneers) সদস্য অ্যালবিওন ফুটবল ক্লাব। ট্যুইটারে এই ব্যাপারে পোস্ট করেন জুয়ান আলভারেজ। তিনি অ্যালবিয়ান ক্লাবের সচিব। তিনি ট্যুইট করে লেখেন, ‘আমরা ভারতের বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই। দারুণ হবে মেরিনার্সদের সঙ্গে পায়োনিয়ারদের লড়াই। এই পোস্টে তিনি ট্যাগ করেছেন মোহনবাগান ক্লাব ও এটিকে মোহনবাগানকেও। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের লিগে খেলা এই দলটি বিশেষভাবে যুক্ত মোহনবাগানের সাথে। বিশ্বের সব থেকে প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি-র তৈরি করা ক্লাব অফ পায়নিয়র্সের সদস্য এই দুই ক্লাব। ১৮৯১ সালে তৈরি হয়েছে আলবিয়ন এফসি। 

আরও পড়ুন

এই ট্যুইট ভাইরাল হওয়ার পর থেকেই দারুণ উৎসাহ দেখা যেতে থাকে মোহনবাগান সমর্থকদের। জুয়ান আলভারেজকে ধন্যবাদ জানাতেও দেখা যায়, তাদের। যদিও বাস্তবে তা সম্ভব কিনা তা যদিও সময় বলবে। তার কারণ, একের পর এক টুর্নামেন্টে খেলবে মোহনবাগান। 
আইএসএল জেতার পর সুপার কাপে যদিও ভালো খেলতে পারেনি সবুজ-মেরুন। এখন তাদের লক্ষ্য এএফসি কাপে ভালো খেলা। সেই লক্ষ্যে ১ জুন থেকে প্রস্তুতি শুরু করে দেবে জুয়ান ফেরান্দোর দল। এরপর রয়েছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। যদিও এই দুই টুর্নামেন্টে সিনিয়র দল খেলবে না। তা ইতিমধ্যেই জানিয়ে  দিয়েছেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। 


ফলে সব মিলিয়ে বলাই যায়, এই প্রস্তাব যদি মোহনবাগান মেনে নেয় তবে আরও একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে ভারতীয় ফুটবলে। আর তার অপেক্ষাতেই রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গেও চুক্তি করতে চাইছে মোহনবাগান।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement