Advertisement

IPL 2023: ধোনিদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি বদল KKR-এর, কে নামবে ওপেন করতে ?

আইপিএল-এ পরপর তিন ম্যাচে হার। কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই ওপেনার সমস্যায় ভুগছে। চারবার ওপেনিং কম্বিনেশন বদল করেও লাভ হয়নি কেকেআর-এর। এবারের আইপিএল-এ (IPL 2023) সাতটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এখনও অবধি দলের ওপেনার কারা সেটাই এখনও ঠিক করে উঠতে পারলেন না নীতিশ রানা (Nitish Rana) চন্দ্রকান্ত পন্ডিতরা (Chandtakanta Pandit)। রবিবার ইডেনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচেও কী আবার পরিবর্তন হবে ওপেনিং-এ? 

কেকেআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 2:36 PM IST
  • ওপেন করতে পারে ভেঙ্কটেশ
  • রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ

আইপিএল-এ পরপর তিন ম্যাচে হার। কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই ওপেনার সমস্যায় ভুগছে। চারবার ওপেনিং কম্বিনেশন বদল করেও লাভ হয়নি কেকেআর-এর। এবারের আইপিএল-এ (IPL 2023) সাতটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এখনও অবধি দলের ওপেনার কারা সেটাই এখনও ঠিক করে উঠতে পারলেন না নীতিশ রানা (Nitish Rana) চন্দ্রকান্ত পন্ডিতরা (Chandtakanta Pandit)। রবিবার ইডেনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচেও কী আবার পরিবর্তন হবে ওপেনিং-এ? 

ওপেন করতে পারেন ভেঙ্কটেশ আইয়ার
চেন্নাইয়ের বিরুদ্ধে রবিবারের ম্যাচেও কি ওপেন করতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)? কেকেআর (KKR) ব্যাটারের কথায় তেমন ইঙ্গিতই পাওয়া গেল। ভেঙ্কটেশ বলেন,'আশা করছি, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভালো রান পাবো। সব ম্যাচ সমান যায়না। যত সময় যাবে, তত উন্নতি হবে। চেষ্টা করেছি সবরকম ভাবে দলকে সাহায্য করার।' দিল্লি ক্যপিটালসের বিরুদ্ধে ২ বল খেলে ০ রানে আউট হন ভেঙ্কটেশ। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে তাঁর। গুজরাতের বিরুদ্ধেও ৮৩ রানের ইনিংস খেলেছেন তিনি। দিল্লির বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামলেও চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেন করতে পারেন ভেঙ্কটেশ।

আরও পড়ুন: রবিতেই ইডেনে ধোনির শেষ ম্যাচ? পণ্ড করতে পারে বৃষ্টি     

ওপেনার সমস্যায় কেকেআর
এতদিন রহমাদুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ও মনদীপ সিং-কে দিয়ে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে নেমেছিল কেকেআর। পরের ম্যাচেই বদলে যায় কেকেআর-এর ওপেনিং জুটি। আরসিবি-র বিরুদ্ধে গুরবাজের সঙ্গে ওপেন করতে নামেন ভেঙ্কটেশ আইয়ার। প্রথম ম্যাচে কেকেআর ওপেনাররা করেন মাত্র ১৩ রান। দ্বিতীয় ম্যাচে গুরবাজ ও ভেঙ্কটেশ প্রথম উইকেটে করেন ২৬ রান। তৃতীয় ম্যাচে ফের বদল আসে ওপেনিং জুটিতে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গুরবাজের সঙ্গে ওপেন করতে নামেন নারায়ণ জগদীশন। তাঁরা প্রথম উইকেটে করেন মাত্র ১১ রান। পরের দুই ম্যাচেও একই ওপেনিং জুটি নামায় কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শূন্য ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রান ওঠে প্রথম উইকেটে। অর্থাৎ কোনও ম্যাচেই ওপেনাররা ভাল ব্যাট করতে পারেননি। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুই ওপেনারকে সরিয়ে দেয় কেকেআর। লিটন দাস ও জেসন র‍য়কে দিয়ে ওপেন করায় কলকাতা।  

Advertisement

আরও পড়ুন: অবসরের জল্পনা উস্কে দিলেন ধোনি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ব্যর্থ লিটন-রয় জুটিও
তাঁরাও ব্যর্থ হন। ১৫ রান করেই ভেঙে যায় সেই জুটি। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। শেষ পর্যন্ত ১২৭ রানেই শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। ওপেনিং জুটিতে রান না ওঠায় সমস্যায় পড়তে হচ্ছে কেকেআর-কে। বড় রান করতে হলে, ওপেনিং জুটি ভালো হওয়া খুবই জরুরী। সেই জন্যই কি ভেঙ্কটেশ আইয়ারকে ওপেন করতে পাঠানোর চিন্তা করছে কেকেআর? 


  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement