Vinesh Phogat Wrestling World Championships: ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগট ভারতীয় কুস্তিতে ইতিহাস রচনা করলেন। তিনি একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জেতা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে নিলেন। পাশাপাশি তিনি ভারতীয় কুস্তিগীর হিসেবে দ্বিতীয় এমন কৃতিত্ব অর্জনকারী হলেন।
ভিনেশ বুধবার ব্রোঞ্জ মেডেল জেতেন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে। ভিনেশ এবার সোনা জিতবেন বলে আশা করা গিয়েছিল। কিন্তু তিনি মহিলা ফ্রিস্টাইলের ৫৩ কেজি বিভাগে মঙ্গোলিয়ার কুস্তিগীর খুলনবাটার খোয়াগ এর কাছে হেরে যান।
রেপ চেজ মোকাবিলায় তিনি সুইডেনের রেসলার কে হারান
কিন্তু তিনি পরে দুর্দান্ত খেলে টুর্নামেন্টে কামব্যাক করেন এবং ৫৩ কিলো বিভাগের রেপ চেজ মোকাবিলায় সুইডেনের কুস্তিগীর এমাজোনাম মালামগ্রেইনকে ৮-০তে হারিয়ে দেন। এর আগে তিনি ২০১৯-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। আর ওই প্রতিযোগিতাটি হয়েছিল কাজাখাস্তানের নূর সুলতানে।
২০২২-এ কমনওয়েলথের সোনা জেতেন ভিনেশ
সম্প্রতি তিনি বার্মিংহামে হওয়া কমনওয়েলথ গেমস ২০২২-এ দুর্দান্ত প্রদর্শন করে গোল্ড মেডেল জিতেছেন। ওই টুর্নামেন্টে তিনি নর্ডিক সিস্টেম-এর ভিত্তিতে জয় হাসিল করেন। ভিনেশ এর আগের ম্যাচে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী কানাডার রেসলারের বিরুদ্ধে জয় হাসিল করেছিলেন। এরপরে নাইজেরিয়ার মার্সি বোলাপুনালোভাকে এবং তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কেশানি মধুখালগেকে হারিয়ে দেন।
অলিম্পিকে তার প্রদর্শন ছিল হতাশাজনক
অলিম্পিকে তাঁর প্রদর্শন ছিল হতাশাজনক। ২০১৬ অলিম্পিকে তিনি কোয়ার্টার ফাইনালে হাঁটুর চোটের কারণে ভাল পারফর্ম করতে পারেননি। সেখানে টোকিও অলিম্পিকে তিনি শেষ আট প্রতিযোগীর মধ্যে থেকে ছিটকে যান। যেখানে তিনি নিজের বিভাগে পৃথিবীর এক নম্বর কুস্তিগীর হিসেবে নেমেছিলেন। এই দুটি লাগাতার হতাশাজক পারফরম্যান্সের পর তিনি কুস্তি ছাড়ার পর্যায়ে চলে গিয়েছিলেন। এরপরে তিনি দুর্দান্ত ভাবে ফেরত আসেন।