বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্টে ঢুকতে পারবেন দর্শকরা। তবে থাকবেন পঞ্চাশ শতাংশ দর্শক। বুধবার সকালে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিসিসিআই। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাটকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এর আগে করোনার কারণে মোহালি টেস্টে দর্শকদের প্রবেশের অনুমোদন দেয়নি বিসিসিআই। কিন্তু এখন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে পাঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশ পাবে। বুধবার সকালে,পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বৈঠক করবে, যেখানে এই দর্শকদের বিষয়ে পরিকল্পনা করা হবে।
বিসিসিআই সচিব জয় শাহ বিবৃতি দিয়েছেন
বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ(Jay Shah) এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ''রাজ্য অ্যাসোসিয়েশন মাঠে দর্শকদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ঘরের মাঠে সিরিজ শুরুর সময় দর্শকরা মাঠে ঢুকতে পারেননি। তবে এখন পরিস্থিতি বিচার করে ফ্যানদের ঢোকার ব্যবস্থা করা হচ্ছে।''
বিরাটকে আগাম অভিনন্দন জানিয়েছেন জয়। তিনি বলেন, ''বিরাট আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আশা করব ভবিষ্যতেও দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলবে।''
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচ খেলে মুম্বই ফিরে আসেন বিরাট। বোর্ড তাঁকে বিশ্রামে যেতে বলায় ফিরে আসেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে তাঁকে ছাড়াই সব ম্যাচ জিতে নেয় ভারত। বিশ্রাম নিয়ে ফেরত আসছেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ৭১ তম শতরান করতে পারেন কি না সেটাই এখন দেখার।