Advertisement

Virat Kohli: ইংল্যান্ড সফরে বিরাটের সামনে ৫ চ্যালেঞ্জ, ফর্ম ফিরবে?

বিরাট কোহলি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে ১৩৬ রান করেন। তারপর থেকে, বিরাট কোহলি ৭৩ ইনিংসে ২৪টি অর্ধ শতরান করলেও সেঞ্চুরি পাননি। ৩৭.৫৪ গড়ে ২৪৭৪ রান করেছেন তিনি। 

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jun 2022,
  • अपडेटेड 11:18 AM IST
  • বিরাটের ফর্মে ফেরার লড়াই
  • পারবেন অ্যান্ডারসনে সামলাতে?

ভারতীয় দলের ক্রিকেটাররা টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ড সফরে রয়েছেন। যেখানে তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিতলে বা ড্র করলে, ইংরেজদের মাটিতে চতুর্থবারের মতো টেস্ট সিরিজ জিতবে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল ২০০৭ সালে।


১-৫ জুলাই অনুষ্ঠিত হতে চলা টেস্ট ম্যাচে ভারতীয় ভক্তদের চোখ থাকবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকে। সিনিয়র ব্যাটসম্যান হওয়ায় টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার দায়িত্ব থাকবে কোহলির ওপর। কোহলি চার নম্বরে ব্যাট করতে নামেন। তাই ব্যাট হাতে রান করাটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোহলির সাম্প্রতিক ফর্ম একেবারেই আহামরি কিছু নয়। তাই চাপে থাকাটাই স্বাভাবিক।

আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের খরা
 
বিরাট কোহলি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে ১৩৬ রান করেন। তারপর থেকে, বিরাট কোহলি ৭৩ ইনিংসে ২৪টি অর্ধ শতরান করলেও সেঞ্চুরি পাননি। ৩৭.৫৪ গড়ে ২৪৭৪ রান করেছেন তিনি। 

জেমস অ্যান্ডারসনের ভয়

বিরাট কোহলির টেস্ট কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে, তিনি সাতবার জেমস অ্যান্ডারসনের ফাঁদে পড়েছেন। ২০১২ সালে, কোহলি একবার অ্যান্ডারসনের বলে আউট হয়েছিলেন। ২০১৪ সফরে, ৪ বার এই বোলার কোহলিকে প্যাভেলিয়নের রাস্তা দেখান। যাইহোক, ২০১৬ এবং ২০১৮ সিরিজে, কোহলি- অ্যান্ডারসনের  মুখোমুখি হলেও একবারও আউট হননি বিরাট। তারপর আবার গত বছর অ্যান্ডারসন ফিরে আসেন লড়াইয়ে। কোহলিকে দুই বার আউট করেন তিনি। 

অফ-স্টাম্প দুর্বলতা

গত ২-৩ বছরে বিরাট কোহলির আউট হওয়ার ধরণটা অনেকটা একই রকম। কোহলি অনেকবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন। বিশেষ করে কভার ড্রাইভ খেলতে গিয়ে বারবার বিপদে পড়েছেন। বিরাট কোহলি এই ধরনের শটে প্রচুর রান করেছেন, কিন্তু ফর্ম খারাপ হলে খেলোয়াড়রাও ভুল করতে শুরু করেন। বিরাটের ক্ষেত্রেও তাই হয়েছে। 

Advertisement

ভাল ব্যাট করার চাপ

চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর টেস্ট অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর বিদেশের মাটিতে কোহলির প্রথম টেস্ট হতে চলেছে। বিরাট কোহলি অধিনায়কত্বের চাপে থাকবেন না। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি অবশ্যই ভাল পারফরম্যান্সের চাপে থাকবেন। কারণ ক্রমাগত খারাপ পারফরম্যান্স করতে থাকলে দোল থেকে বাদও পড়তে হতে পারে তাঁকে। চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে এর উদাহরণ, যাদের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল।

আইপিএলের ব্যর্থতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ বিরাট কোহলি ভাল ব্যাট করতে পারেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এর হয়ে দুটি অর্ধশতক সহ ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে ৩৪১ রান করেছেন কোহলি। উল্লেখ্য, বিরাট কোহলিও তিনবার গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন। 

আরও পড়ুন: আম্পায়ারের সঙ্গে ঝামেলা ব্রেথওয়েটের, VIDEO

 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হতে প্রায় ১০ দিন বাকি। এই ক্ষেত্রে কোহলি মানসিক এবং শারীরিক ভাবে নিজেকে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নিজের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগও পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement