ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এখন এক মাসের ছুটি পেয়েছেন। এ কারণেই এখন স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছে গিয়েছেন তিনি। কোহলির পরিবার এখানে ছুটি কাটাতে এসেছে। বলিউড অভিনেত্রী ও কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি থেকে এই তথ্য পাওয়া গেছে। অনুষ্কা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন 'হ্যালো প্যারিস'।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম নিয়েছেন কোহলি
সম্প্রতি বিরাট কোহলিও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি-টোয়েন্টি এবং তারপর ওডিআই ম্যাচ খেলেছেন। এখন তাঁকে আগামী এক মাস কোনো সিরিজ খেলতে হবে না। আগস্টে জিম্বাবুয়ে সফরে যেতে হবে টিম ইন্ডিয়াকে। এশিয়া কাপও খেলতে হবে। তবে এই দুই টুর্নামেন্টের সূচী এখনো প্রকাশ করা হয়নি। এমন পরিস্থিতির মধ্যেও কোহলির এক মাসের দীর্ঘ বিরতি পাচ্ছেন। কারণ ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে হবে।
আরও পড়ুন: 'কই নেহি হ্যায় টক্কর মে...' CWG-তে ভারতীয় দলকে মন্ত্র মোদীর
আসলে ইংল্যান্ডের পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এখানে ভারতীয় দলকে ক্যারেবিয়ানদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে হবে। এ জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতীয় দল। দুটি সিরিজেই বিরাট কোহলিকে বেছে নেওয়া হয়নি। আড়াই বছর ধরে খারাপ ফর্মে থাকা কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।
গত আড়াই বছরে একটাও সেঞ্চুরি করতে পারেননি বিরাট। বড় রানও পাচ্ছেন না তিনি। কোহলি শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। তারপর থেকে বিরাট কোহলি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করতে পারেননি (টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি)।
আরও পড়ুন: জীবনের শেষ ODI ম্যাচের ক্যাপ খুদে ফ্যানকে গিফট স্টোকসের, VIRAL
কোহলি ১৮ ফেব্রুয়ারি ২০২২-এ শেষবার হাফ সেঞ্চুরি করেছিলেন। এই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টি-টোয়েন্টি ম্যাচে ৫০ করেন তিনি। এটা কাকতালীয় ব্যাপার যে সেই ম্যাচটিও হয়েছিল কলকাতায়। তারপর থেকে কোহলি তিন ফরম্যাটেই পঞ্চাশও করতে পারেননি।