Advertisement

Virat Kohli Anushka Sharma: অসুস্থতা নিয়েই ১৮৬ রানের ইনিংস, কী হয়েছে বিরাটের? অনুষ্কা বললেন...

অসুস্থ শরীরেও ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও মাঠে দেখে বিরাটকে দারুণ ফিট বলে মনে হয়েছে। বিরাট শতরান করতেই তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'অসুস্থ শরীরে এমন ইনিংস, আমাকে অনুপ্রাণিত করে।' তবে বিরাটের কী ধরনের অসুস্থতা ছিল তা এখনও জানা যায়নি।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2023,
  • अपडेटेड 6:06 PM IST
  • অসুস্থ শরীরেও ১৮৬ রানের ইনিংস
  • অনুষ্কার পোস্ট নিয়ে জল্পনা

অসুস্থ শরীরেও ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও মাঠে দেখে বিরাটকে দারুণ ফিট বলে মনে হয়েছে। বিরাট শতরান করতেই তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'অসুস্থ শরীরে এমন ইনিংস, আমাকে অনুপ্রাণিত করে।' তবে বিরাটের কী ধরনের অসুস্থতা ছিল তা এখনও জানা যায়নি।

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চতুর্থ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর ইনিংসে একটাও ছক্কা না থাকলেও ১৫টি চার মেরেছেন বিরাট। তিনি আউট হতেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৫৭১ রানে শেষ হয় ভারতীয় দলের ইনিংস। চতুর্থ টেস্টে পিঠের চোটের জন্য ব্যাট করতে নামেননি শ্রেয়াস আইয়ার। এর মাঝেই বিরাটের অসুস্থতার খবরে চিন্তায় ভারতীয় দলের সমর্থকরা। ভারতের প্রথম ইনিংস শেষ হলেও শেষ দিনে দ্রুত অস্ট্রেলিয়ার উইকেট ফেলতে পারলে আবারও ব্যাট করতে নামতে হতে পারে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে আবারও ব্যাট করতে হবে বিরাটকে। তিনি কি পারবেন ব্যাট করতে?

অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি

আরও পড়ুন: মহাকাল মন্দিরে পুজো দিয়েই শতরান বিরাটের, খুব সস্তায় কীভাবে যাবেন এই মন্দির?

টেস্ট ক্রিকেটে তিন বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি পাচ্ছিলেন না বিরাট। এদিন প্রায় ২০০ করে ফেলেছিলেন বিরাট। উল্টো দিক থেকে একের পর এক ব্যাটার আউট না হলে হয়ত সেটাও হয়ত করে ফেলতেন বিরাট। শেষদিকে তাড়াহুড়ো করে রান করতে না গেলে দ্বিশতরান করে ফেলতে পারতেন বিরাট। তাঁর এবং অক্ষর প্যাটেলের হাফ সেঞ্চুরিতে ভর করে ৯১ রানের লিড দেন ভারতের তারকা ব্যাটার। 

আরও পড়ুন: টেস্টে সাড়ে ৩ বছর বাদে শতরান কোহলির, খেললেন ২৪১ বল

Advertisement

কলকাতায় ইডেন টেস্টে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট। টি২০ ক্রিকেট বা একদিনের ক্রিকেটে তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে টেস্টে সেঞ্চুরি আসছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমদাবাদে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি পেয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পাটা উইকেটে ২৪৩ বলে শতরান করেন বিরাট।  

 

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটা বিরাটের ৭৫তম সেঞ্চুরি। সচিন তেন্ডুলকরের পরেই রয়েছেন বিরাট। সচিন তাঁর কেরিয়ারে মোট ১০০টি সেঞ্চুরি করেছেন। বিরাট করে ফেললেন ৭৫টি। যার মধ্যে টেস্টে ২৮টি সেঞ্চুরি, একদিনের ক্রিকেটে ৪৬টি ও টি২০ ক্রিকেটে ১টি সেঞ্চুরি রয়েছে কোহলির।

    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement