
অরিজিৎ সিংকে নিয়ে বিরাট কোহলির পোস্টটা ২০১৬ সালের। তখন কোহলি লিখেছিলেন, 'আমি সম্ভবত অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ভক্ত। ওর প্রতিভা এবং প্রাণবন্ত কণ্ঠ আমাকে মুগ্ধ করে। সত্যি বলতে, আমার ভাষা নেই।' ব্যাপারটা কী? কেন এই পোস্টের কথা বলা হচ্ছে? আসলে দুই তারকার কিছু মিল তো রয়েছেই।
অরিজিৎ সিং জানিয়ে দিয়েছেন তিনি আর প্লেব্যাক করবেন না। এরপরেই, বিরাট কোহলির কিছু পুরনো পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হচ্ছে। অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর, ভক্তরা হতাশ। প্রশ্ন হল অরিজিৎ সিং এবার কী করবেন?
সলমন খানের ছবি 'ব্যাটল অফ গালওয়ান' এর 'মাতৃভূমি' গানটি অরিজিৎ সিং-এর শেষ গান। এরপর তিনি কী করবেন তা এখনও অজানা। এত কিছুর মাঝে, অরিজিৎ সিং সম্পর্কে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির পোস্ট আলোচনার জন্ম দিচ্ছে। এই পোস্টগুলি এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে।
২০১৭ সালে কোহলি অরিজিৎ সিংয়ের প্রতি তাঁর শ্রদ্ধার কথা পোস্ট করে ছিলেন। কিং কোহলি লিখেছিলেন, 'এটা আমার জন্য ফ্যান বয় মোমেন্ট। ও সত্যিই একজন অসাধারণ মানুষ। এই মানুষটির মতো কেউ তাদের কণ্ঠ দিয়ে আমাকে কখনও মুগ্ধ করেনি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, অরিজিৎ।'
২০২৩ সালের বিশ্বকাপে অরিজিৎ সিং নিজেই বিরাট কোহলির ফ্যান বলে ঘোষণা করেন। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে তাঁর পারফর্মেন্স চলাকালীন বিরাট ওয়ার্ম আপ করছিলেন। ভারতের রান মেশিনকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অরজিৎ। কোহলিকে দেখে চিৎকার করে বলেন, 'আমি তোমাকে বিরাট ভালোবাসি...' সেই সময় অরিজিৎ সিং 'দেব দেবা।' (ব্রহ্মাস্ত্র থেকে) গাইছিলেন।
তবে শুধু বিরাট নন, মহেন্দ্র সিং ধোনিরও বিরাট বড় ফ্যান অরিজিৎ। ২০২৩-এর আইপিএল-এর উদ্বোধনে। ধোনিকে দেখে অরিজিৎ শ্রদ্ধার সঙ্গে তাঁর পা ছুঁতে যাচ্ছিলেন। ধোনি তৎক্ষণাৎ অরিজিৎকে জড়িয়ে ধরেন। অরিজিৎ প্লে ব্যাক থেকে সরে এলেও, অবসর নেননি গান গাওয়া থেকে। ফলে ভক্তরা তাঁর গান শুনতে পাবেন। অন্য কোনও মাধ্যমে। ঠিক যেমন প্রথমে টি ২০, তারপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, ওয়ানডে ক্রিকেটে আজও বিরাট কোহলির বিকল্প কেউ নেই।