Advertisement

Vitrat Kohli: ফর্ম খারাপ, তবু ইনস্টাগ্রামে এশিয়ায় সর্বাধিক রোজগার বিরাটেরই

সম্প্রতি hopperhq.com 2022 সালের ইনস্টাগ্রাম রিচের নিরিখে সবচেয়ে ধোনি খেলয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে। এই অনুসারে বিরাট কোহলি ইনস্টাগ্রাম পোস্ট থেকে ১,০৮৮,০০০ মার্কিন ডলার আয় করেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮.৬৯ কোটি টাকা  এভাবেই তিনি এশিয়ার সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ে পরিণত হয়েছেন। বর্তমানে কোহলির ২০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।  শীর্ষে রোনাল্ডো, তিন নম্বরে মেসি।

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 3:24 PM IST
  • ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে প্রচুর টাকা পান বিরাট
  • এশিয়ার সেরা বিরাট

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি একেবারেই ফর্মে নেই। গত আড়াই বছর সেঞ্চুরি নেই তাঁর ব্যাটে। তবুও তাঁর উপার্জনে কমতি নেই। কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্ট থেকে সর্বাধিক আয় করা এশিয়ান খেলোয়াড়র হয়েছেন তিনি। সামগ্রিক খেলোয়াড়দের তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছেন কোহলি। 

সম্প্রতি hopperhq.com 2022 সালের ইনস্টাগ্রাম রিচের নিরিখে সবচেয়ে ধোনি খেলয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে। এই অনুসারে বিরাট কোহলি ইনস্টাগ্রাম পোস্ট থেকে ১,০৮৮,০০০ মার্কিন ডলার আয় করেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮.৬৯ কোটি টাকা  এভাবেই তিনি এশিয়ার সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ে পরিণত হয়েছেন। বর্তমানে কোহলির ২০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। 
শীর্ষে রোনাল্ডো, তিন নম্বরে মেসি।

আরও পড়ুন: বিরাটকে বাদ দেওয়া উচিত? পন্টিং বললেন, 'আমি নির্বাচক হলে...'

সার্বিক তালিকার দিকে তাকালে দেখা যাবে, পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবার উপরে। তিনি তাঁর একটা পোস্ট থেকে ১৮ লক্ষ ৩৫ হাজার মার্কিন ডলার উপার্জন করেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ কোটি টাকা। দুই নম্বরে রয়েছেন আমেরিকার মহিলা সেলিব্রেটি কাইলি জেনার। যিনি তাঁর এক পোস্ট থেকে ১৮ লক্ষ ৩৫ হাজার মার্কিন ডলার রোজগার করেন। ভারতীয় টাকায় যা প্রায় ১৪ কোটি ৬৭ লক্ষ টাকা। তিন নম্বরে রয়েছেন লিওলেন মেসি। এক পোস্ট থেকে তাঁর আয় ১৭ লক্ষ ৭৭ হাজার টাকা। ভারতীয় টাকায় যার মূল্য ১৪ কোটি টাকা।

আরও পড়ুন: পাকিস্তান জেতায় সুবিধা, কোন অঙ্কে WTC ফাইনালে যেতে পারে ভারত?

বিশ্বের সেলিব্রিটিদের তালিকায় বিরাট কোহলির অবস্থান ১৪ নম্বরে। কোহলির পর এই তালিকায় দ্বিতীয় এশিয়ান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও ভারতীয়। একটি পোস্ট থেকে প্রিয়াঙ্কার আয় ৪ লক্ষ ২৩ হাজার মার্কিন ডলার (প্রায় ৩.৩৮ কোটি টাকা)। 

Advertisement

আরও পড়ুন: ভারত VS পাকিস্তান ম্যাচ শীঘ্রই? এশিয়া কাপ হতে পারে ভারতেই 

কোহলির ক্রিকেটে খারাপ সময়

প্রায় আড়াই বছর ধরে কোনও আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি কোহলি। গত পাঁচ মাসে কোহলির ব্যাট থেকে কোনো অর্ধ শতরান আসেনি। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছেন কোহলি। যেখানে তাঁর পারফরম্যান্স  খুবই খারাপ।  
কোহলি সম্প্রতি ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটেই ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলি একমাত্র টেস্টে ৩১ (১১, ২০) রান করেন। বিরাট তখন ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই সিরিজে, দুটি ম্যাচে মাত্র ৩৩ (১৬, ১৭) রান করেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement