ইংল্যান্ড সফর টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির পারফরম্যান্স খুবই হতাশাজনক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। এখন বেশ কয়েকদিনের জন্য বিশ্রামে থাকবেন তিনি। ছুটি পেয়ে প্যারিসে ঘুরতে গিয়েছেন বিরাট, অনুষ্কা ও তাঁদের মেয়ে ভামিকা। আগস্টের শেষে শুরু হতে চলা এশিয়া কাপে মাঠে ফিরতে দেখা যেতে পারে কোহলিকে।
৩৩ বছর বয়সী বিরাট কোহলি ব্যাটে রান পাচ্ছেন না। ফর্মে থাকুন বা নাই থাকুন তিনি সবসময়ই ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন। এই সময়ই, কোহলি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাঁকে ভাংড়া নাচতে দেখা যায়। সেই সময় ব্যাকগ্রাউন্ডে বাজছিল পঞ্জাবি গান। কোহলির এই স্টাইল দেখে মনে হচ্ছে ফর্মে ফেরার ব্যাপারে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: ভারত VS পাকিস্তান ম্যাচ, ১২ লক্ষ টিকিট শেষ
বিরাট কোহলি শেষবার সেঞ্চুরি করেছেন অনেক দিন আগে। ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বিরাট কোহলি ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন। তবে সেঞ্চুরি পাননি। ৬৮টি ম্যাচে ৭৯ ইনিংসে ২৫৫৪ রান করেছেন। এই সময় তার গড় ছিল ৩৫.৪৭। তবে আর তাঁর কেরিয়ারের গড় ৫৩.৬৪। এই তথ্য থেকেই স্পষ্ট, কতটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট।
আরও পড়ুন: ICC র্যাঙ্কিংয়ে আরও নামলেন বিরাট-রোহিত, শীর্ষস্থান গেল বুমরারও
ইংল্যান্ড সফরে ৭৬ রান করেছেন
এ বছর ইংল্যান্ড সফরে ছয় ইনিংসে মাত্র ৭৬ রান করেন বিরাট কোহলি। প্রথম এজবাস্টন টেস্ট ম্যাচে কোহলি ভারতের প্রথম ও দ্বিতীয় ইনিংস সহ মোট ৩১ রান করেন। এরপর টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে মাত্র ১ ও ১১ রান করেন তিনি। ওয়ানডে সিরিজে কোহলির ভাল খেলবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু তাতেও কোহলির ব্যাটে রান আসেনি। লর্ডস গ্রাউন্ডে তিনি ১৬ রান করেন। আর ম্যানচেস্টারে ১৭ রান করেছিলেন।