Advertisement

Virat Kohli: কুঁচকির চোট কাটিয়ে ফিরতে পারেন বিরাট, বাদ পড়তে পারেন কে?

আড়াই বছর ধরে সেঞ্চুরির আশায় থাকা কোহলি কুঁচকিতে চোট পেয়ে সিরিজের প্রথম ওয়ানডে থেকে বাদ পড়েছেন। তাঁর অনুপস্থিতি সত্ত্বেও, টিম ইন্ডিয়া ১০ উইকেটে প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jul 2022,
  • अपडेटेड 1:17 PM IST
  • দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত
  • এই ম্যাচ জিতলেই সিরিজ ভারতের

আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারতীয় দল ও ইংল্যান্ড। দুই দলের মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডসে। চোটের কারণে বিরাট কোহলিকে আরও একবার দলের বাইরে থাকতে হতে পারে।

আড়াই বছর ধরে সেঞ্চুরির আশায় থাকা কোহলি কুঁচকিতে চোট পেয়ে সিরিজের প্রথম ওয়ানডে থেকে বাদ পড়েছেন। তাঁর অনুপস্থিতি সত্ত্বেও, টিম ইন্ডিয়া ১০ উইকেটে প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

কুঁচকিতে চোট বিরাট কোহলির
কুঁচকিতে চোট পেয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন কোহলি ফের প্লেয়িং-১১-এ ফিরতে পারেন। 

আরও পড়ুন: লাগাতার খারাপ ফর্ম, ইংল্যান্ড কোচ মুস্তাকের পরামর্শ নিচ্ছেন বিরাট?

কোহলি এলে বাদ পড়বেন শ্রেয়াস
ওয়াসিম জাফর বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি ফিরলে সরাসরি প্লেয়িং-১১ থেকে বাদ পড়বেন শ্রেয়াস আইয়ার। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। তিনি দুর্দান্ত ফর্মে চলছেন, তাই কোহলির জায়গায় শ্রেয়াসকে বাদ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: 'বাংলার গর্ব', ব্রিটেনের পার্লামেন্টে বিশেষ সম্মান সৌরভকে

কোহলিকে এই সব থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে: সৌরভ
কোহলির খারাপ ফর্ম নিয়ে সৌরভ বলেন, ''আন্তর্জাতিক ক্রিকেটে ওর রেকর্ডের দিকে তাকান, যোগ্যতা ও গুণমান ছাড়া এটা হয় না। হ্যাঁ, তারা এখন কঠিন সময় যাচ্ছে। সেও জানে যে সে অনেক বড় ক্রিকেটার। সে এটাও জানে যে সে তার নামের প্রতি সুবিচার করতে পারছে না। এ সব থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে বিরাটকেই।''

টিম ইন্ডিয়াতে কোহলির জায়গা প্রসঙ্গে সৌরভ বলেন, ''ক্রিকেটে এই সব ঘটনা ঘটতে থাকে। এটা সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং আমার সঙ্গেও ঘটেছে। ভবিষ্যতে আরও অনেক খেলোয়াড়ের সঙ্গে এটি ঘটতে পারে। এটা সব খেলার অংশ। একজন খেলোয়াড় হিসেবে আপনাকে মাঠে পারফর্ম করতে হবে।''

Advertisement

আরও পড়ুন:  অশান্তির শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ? সৌরভ জানালেন...

সিরিজের জন্য দুই দলের স্কোয়াড-

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, শিখর ধাওয়ান, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রাইডেন কারস, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, এম পারকিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement