শুক্রবার এজবাস্টন সিরিজে খেলতে নামছে ভারত ও ইংল্যান্ড। এটাই এই সিরিজের শেষ টেস্ট। গত বছর চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচের আগে কোভিড আক্রান্ত হন বেশ কয়েকজন ক্রিকেটার। সেই কারণেই শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ভারত এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে মাত্র ৫৫ রান করতে পারলেই রেকর্ড গড়ে ফেলবেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১০০০ রান করে ফেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে আর ৪০ রান করতে পারলেই ২০০০ রান করার রেকর্ড গড়ে ফেলবেন তিনি।
সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারের পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০০ রান করার রেকর্ড গড়বেন বিরাট। ইংরেজদের বিরুদ্ধে ২৭টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৬০ রান করেছেন বিরাট। তাঁর গড় ৪৩.৫৫। আইপিএল-এর পর আর ক্রিকেট খেলেননি বিরাট। আইপিএল-এও ভাল ছন্দে ছিলেন না বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ২৩.৭৩ গড়ে ১৬ ম্যাচে কোহলি মাত্র ৩৪১ রান করতে পেরেছেন। যার মধ্যে দুটি অর্ধ শতরানের ইনিংস রয়েছে। বিশেষ ব্যাপার হল বিরাট কোহলিও তিনবার 'গোল্ডেন ডাক'-এর শিকার হয়েছিলেন।
ফর্মে ফিরতে মুখিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই কারণেই সকাল সকাল এজবাস্টনে হাজির হয়ে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে অনুশীলনে নেমে পড়তে দেখা গেল তাঁকে। তার উপর আবার এই টেস্টে খেলছেন না রোহিত শর্মা। তাই ব্যাটিং বিভাগের বড় দায়িত্ব সামলাতে হবে বিরাটকে। পাশাপাশি ইংল্যান্ড দলে ফিরে গিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। গোড়ালির চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে পারেননি অ্যান্ডারসন। তাঁর সঙ্গে ব্রডের পেস সামাল দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সে দিক থেকে বিরাটের উপর বড় দায়িত্ব থাকবে। আর সেই কারণেই মরিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০১৯-এর পর আর সেঞ্চুরি পাননি বিরাট। তাই সেঞ্চুরি করতে মরিয়া হয়ে উঠবেন তিনি।