Advertisement

Virat Kohli: ৩ বছর পর সেঞ্চুরি, উদ্দাম নাচ কোহলির, অনুষ্কা বললেন...

টেস্ট সিরিজের (India vs Australia) শেষ ম্যাচে দারুণ সেঞ্চুরি করার পর আনন্দে সময় কাটাচ্ছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি  (Virat Kohli)। নাচ করার সুযোগ পেলে সেই সুযোগ ছাড়েন না ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠের মধ্যে খেলা চলাকালীনও অনেক সময় নেচে ওঠেন বিরাট. তিন বছর পর চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট। তাই বেশ খুশি তিনি। নাচ করতে দেখা গেল বিরাটকে। নরওয়ের বিখ্যাত ডান্স গ্রুপ কুইক স্টাইলের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। 

বিরাট কোহলি (ছবি- ইনস্টাগ্রাম)বিরাট কোহলি (ছবি- ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2023,
  • अपडेटेड 4:28 PM IST
  • টেস্টে দারুণ সেঞ্চুরি করেছেন বিরাট
  • ভাইরাল ভিডিও

টেস্ট সিরিজের (India vs Australia) শেষ ম্যাচে দারুণ সেঞ্চুরি করার পর আনন্দে সময় কাটাচ্ছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি  (Virat Kohli)। নাচ করার সুযোগ পেলে সেই সুযোগ ছাড়েন না ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠের মধ্যে খেলা চলাকালীনও অনেক সময় নেচে ওঠেন বিরাট. তিন বছর পর চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট। তাই বেশ খুশি তিনি। নাচ করতে দেখা গেল বিরাটকে। নরওয়ের বিখ্যাত ডান্স গ্রুপ কুইক স্টাইলের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। 

ব্যাট হাতে নিয়েই উত্তাল নাচ বিরাটের

ব্যাট হাতে নিয়েই নাচতে দেখা গেল ভারতের তারকা ব্যাটারকে। ভিডিওর পাশাপাশি ছবিও শেয়ার করেছেন বিরাট। ছবির ক্যাপশনে কোহলি লেখেন, “অনুমান করুন তো আমি মুম্বইয়ে আজ কাদের সঙ্গে দেখা করলাম?” সেই ছবিতে কোহলি ‘কুইক স্টাইল’-এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি ট্যাগ করেন। নাচের সময়ও নিজের ব্যাট হাত থেকে ছাড়েননি বিরাট। কোহলি যে নাচের ভিডিয়োটি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে তাঁর হাতে রয়েছে ক্রিকেট ব্যাট। নরওয়ের জনপ্রিয় ডান্স গ্রুপ কুইক স্টাইলের সদস্যদের সঙ্গে ‘Stereo Nation’ এর গান ‘Ishq’-এর তালে পা মিলিয়েছেন বিরাট।

আরও পড়ুন

বিরাটের নাচে মুগ্ধ অনুষ্কাও

বিরাটের নাচ দেখে মুগ্ধ তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও। তিনিও কমেন্ট করেছেন। আগুনের ইমোজি দিয়েছেন বলিউড অভিনেত্রী। দারুণ দক্ষতায় করা এই নাচ দেখে দারুণ খুশি নেটিজেনরা। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে বিরাটের এই ভিডিও ও ছবিতে। ভাইরাল হয়েছে এই পোস্ট। এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫টি সেঞ্চুরি করেছে কোহলি। ১৭ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৩ ম্যাচের একদিনের সিরিজ। এ বার কোহলিকে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে। 

চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার ৫৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে শুভমন গিল ও বিরাট কোহলি দারুণ শতরান করেন। ১২৮ রান করে গিল আউট হলেও, বিরাট আউট হন ৩৬৪ বলে ১৮৬ রান করে। শ্রীকর ভরত ৪৪ রান করে আউট হন। অক্ষর প্যাটেল ৭৯ রান করে আউট হন। ৫৭১ রানে শেষ হয় ভারতীয় দলের ইনিংস। যদিও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচ ড্র হয়ে যায়।      
 
       

Read more!
Advertisement
Advertisement