Advertisement

ICC T20 World Cup 2022 India vs England: নেটে ব্যাট করতে গিয়ে এবার চোট পেলেন বিরাট, সেমি ফাইনালে খেলতে পারবেন?

হার্ষাল প্যাটেলের বলে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান ভারতের প্রাক্তন অধিনায়ক। যন্ত্রণায় মাটিতে বসেছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি চোট পাওয়ার পর ভারতীয় শিবিরে উদ্বেগ ছিল, যদিও পরে ফের নেটে ব্যাট হাতে নেমে পড়েন কিং কোহলি

বিরাট কোহলিবিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2022,
  • अपडेटेड 8:00 PM IST
  • চোট পেলেন বিরাট
  • কুঁচকিতে চোট রয়েছে তাঁর

টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে (T20 World Cup 2022) ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) খেলতে নামার আগে নেটে চোট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। হার্ষাল প্যাটেলের বলে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান ভারতের প্রাক্তন অধিনায়ক। যন্ত্রণায় মাটিতে বসেছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি চোট পাওয়ার পর ভারতীয় শিবিরে উদ্বেগ ছিল, যদিও পরে ফের নেটে ব্যাট হাতে নেমে পড়েন কিং কোহলি।

সেমিফাইনালে খেলবেন বিরাট?

ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, বিরাট কোহলির চোট খুব একটা গুরুতর ছিল না, কিছুক্ষণ ব্যথা ছিল। তবে পরে আবার অনুশীলন শুরু করন বিরাট কোহলি। এর পরে তিনি ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন, তাই টিম ইন্ডিয়ার কোনও চিন্তা নেই। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে অবশ্যই খেলবেন বিরাট কোহলি।

আরও পড়ুন

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে তাঁর ২৪৬ রান। বিরাট কোহলি মাত্র দুবার আউট হয়েছেন, তাই তার গড় ১২৩। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩টি অর্ধ শতরান করে ফেলেছেন বিরাট কোহলি।

চোট পেয়েছিলেন রোহিত শর্মাও

অ্যাডিলেডে অনুশীলনের চোট লেগেছিল রোহিত শর্মার। ব্যাট করার সময় তাঁর হাতে বল এসে লাগে। তিনিও বারবার হাতে বরফ লাগছিলেন এবং বিশ্রাম নিচ্ছিলেন। যদিও পরে, রোহিত শর্মা ব্যাটিং করেন। পরে তাঁকে বেশ ফিট লেগেছে। মনে করা হয়েছিল, ভারতের অধিনায়কের চোট বেশ গুরুতর। তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলা কঠিন হতে পারে, তবে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ''গতকাল আমার চোট লেগেছিল। তবে এখন ভাল আছি। প্রথম দিকে কিছুটা ফোলা ছিল হাতে। তবে এখন ঠিক আছি।''  

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (ডাব্লউকে), দীনেশ কার্তিক (ডাব্লিউকে), হার্দিক পান্ডিয়া, আর.কে. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি

Advertisement

স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

 

Read more!
Advertisement
Advertisement