বিরাট কোহলির (Virat Kohli Out Controversy) আউট নিয়ে বিতর্ক। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৪৪ রান করে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। ম্যাথু কুনেম্যানের বলে লেগ বিফোর হন বিরাট। রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের তারকা ব্যাটার। রিভিউতে স্পষ্ট বোঝা যায় আউট হননি বিরাট। তবু আম্পায়ার্স কল অনুসারে আউট হয়ে যান। অর্থাৎ আম্পায়ার আউট দিয়ে দেওয়ায় ফিরে যেতে হয় বিরাটকে।
কীভাবে আউট হলেন বিরাট?
আম্পায়ারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কোহলি। ড্রেসিংরুমে ফিরেও রাগ করেনি তাঁর। অজি স্পিনারের বল যখন বিরাটের প্যাডে লাগে তখন তাঁর ব্যাটও সেখানেই ছিল। বোঝা যাচ্ছিল না বল আগে প্যাডে লেগেছে না কি ব্যাটে লেগে তা পায়ে লেগেছে। আম্পায়ার নীতিন মেনন মনে করেছিলেন আগে প্যাডে বল লেগেছে বিরাটের। থার্ড আম্পায়ারও এই ব্যাপারে আত্মবিশ্বাস দেখাতে পারেননি। সেই জন্যই নীতিন মেননের সিদ্ধান্তে শিলমোহর দেন থার্ড আম্পায়ার।
আরও পড়ুন: দিল্লিতে সিংহের গর্জন, ৫ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে চাপে ফেললেন অজি স্পিনার
রিভিউ নেওয়ার পর উল্টোদিকে থাকা শ্রীকর ভরতকেও ব্যাট দেখান বিরাট। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, বল তাঁর ব্যাটেই আগে লেগেছে। আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার পরেও ক্ষোভে ফুঁসতে থাকেন বিরাট। বারেবারে তাঁকে কোচ রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে রিপ্লে দেখতে দেখা যায়। তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছিল সেট হওয়ার পর আউটের সিদ্ধান্তে তিনি একেবারেই খুশি নন।
আরও পড়ুন:লাগাতার ব্যর্থ ওপেনার রাহুল, গিলকে ফিরিয়ে আনার দাবি
দিল্লি তাঁর ঘরের মাঠ। আর সেই মাঠে বড় রান করাটা সবসময়ই স্পেশাল। সেটাই করতে চেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শুরু থেকে বেশ ছন্দে ছিলেন বিরাট। তাঁর ব্যাটে ভর করেই বড় রানের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতীয় দল। আর সেই জন্যই তাঁর আউট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
বিরাটের আউট নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ্যকাররাও। আম্পায়ারের যদি আউট নিয়ে প্রশ্ন থাকত, তবে তাঁরই উচিত ছিল থার্ড আম্পায়ারের দারস্থ হওয়া। রিপ্লে দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেত। তবে সেটা করেননি নীতিন। সব মিলিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হল আম্পায়ারকে।