ফের ব্যর্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৪ বলে ২০ রান করে আউট হন বিরাট। চতুর্থ ওভারে কাগিসো বাবাদার বলে রাহুল চাহারের হাতে ক্যাচ দিয়ে আউট হন আরসিবি-র (RCB) প্রাক্তন অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই বিরাট।
কীভাবে আউট হলেন কোহলি?
বিরাটকে শর্ট অফ লেংথ ডেলিভারিতে আউট করেন রাবাদা। তখন দলের রান ৩৩। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। বিরাটের উইকেট প্রথমেই হারায় ব্যাঙ্গালোর। লেগের দিকে সরে গিয়ে জায়গা তৈরি করার চেষ্টা করেন বিরাট। রান রেট বাড়ানোর তাড়নায় বিরাট কী করতে পারেন তা আগে থেকেই বুঝে গিয়েছিলেন রাবাদা। লেগ সাইডে শর্ট বল দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। বলটা ফলো করলেও শেষদিকে ব্যাটটা চালিয়েই দেন কোহলি। গ্লাভসে লাগে বল ফলে খুব বেশী দূর যায়নি সেই বল। রাহুল চাহার ক্যাচ মিস করেননি।
কোহলির ব্যর্থতা চলছেই
বিরাট এই মরশুমে একেবারেই বড় রান করতে পারেননি। বারবার ব্যর্থ হয়েছেন। দুইবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মোট তিনবার ০ রানে প্যাভেলিয়ানে ফিরেছেন বিরাট। ১২ ম্যাচে মাত্র ২৩৬ রান করেছেন বিরাট। গড় মাত্র ১৯.৬৭। স্ট্রাইক রেট ১১৩.৪৬। তাঁর সর্বোচ্চ রান ৫৮। একটাই অর্ধ শতরান রয়েছে তাঁর।
আরও পড়ুন: রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে সীমা খানের এই সম্পর্ক আছে, জানেন কি?
বিরাট আইপিএল-এর অন্যতম সেরা ক্রিকেটার
এখনও অবধি বিরাট ২২০টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন। মোট ৬,৫১৯ রান করেছেন বিরাট। গড় ৩৬.২২। আইপিএল-এ তাঁর সর্বোচ্চ স্কোর ১১৩। পাঁচটা শতরান করে ফেলেছেন বিরাট। ৪৩টি হাফ সেঞ্চুরি রয়েছে বিরাটের। তবুও এই মরশুমে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ বিরাট। তবে শুক্রবারই আইপিএল-এ ৬৫০০ রান করে ফেললেন বিরাট। আইপিএল-এ সর্বোচ্চ রান তাঁরই।