Advertisement

Virat Kohli: জাত নেতা বিরাট, নেতৃত্বে ফিরেই একের পর এক সিদ্ধান্তে জেতালেন RCB-কে

ক্যপ্টেন হিসেবে দারুণ প্রত্যাবর্তন করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুরুতে তাঁকে ক্যাপ্টেন্সি করতে দেখে সকলেই চমকে যান। পঞ্জাব কিংসের (Royal Challengers Bangalore vs Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ শুধু জিতলেন না। রান করলেন আবার সঠিক সময় ডিআরএসের (DRS) সিদ্ধান্ত নিয়ে দলকে দারুণ উইকেটও এনে দিলেন কোহলি। 

বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2023,
  • अपडेटेड 10:20 PM IST
  • দারুণ ক্যাপ্টেন্সি বিরাটের
  • পঞ্জাবকে হারাল আরসিবি

ক্যপ্টেন হিসেবে দারুণ প্রত্যাবর্তন করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুরুতে তাঁকে ক্যাপ্টেন্সি করতে দেখে সকলেই চমকে যান। পঞ্জাব কিংসের (Royal Challengers Bangalore vs Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ শুধু জিতলেন না। রান করলেন আবার সঠিক সময় ডিআরএসের (DRS) সিদ্ধান্ত নিয়ে দলকে দারুণ উইকেটও এনে দিলেন কোহলি। 

লিয়াম লিভিংস্টোনের বিরুদ্ধে তার ডিআরএস নিয়ে পঞ্জাবকে ধাক্কা দেন RCB-এর অধিনায়ক বিরাট কোহলি। এই ডিআরএস-এর সিদ্ধান্তকে সর্বকালের সেরাও বলা যেতে পারে। লিভিংস্টোন পিচ থেকে অনেক দূরে ছিলেন। ইমপ্যাক্টও খুব দূরে ছিল। মনে হচ্ছিল বলটা উইকেটে না লেগে একটু বেশি উঁচু হয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু সিরাজের বিশ্বাস ছিল তিনি উইকেট পেতে চলেছেন। আপিল করার পরও আম্পায়ার আউট না দেওয়ায় বিরাটের কাছে ডিআরএস নেওয়ার আবেদন করেন সিরাজ। লিভিংস্টোন যে একজন বিপজ্জনক ক্রিকেটার তা ভালভাবেই জানেন কোহলি। আর সেই জন্যই ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন বিরাট।

আরও পড়ুন: ব্য়ক্তিগত স্কোরের জন্য খেলছেন? IPL-এ বিরাটের 'টুকটুক ইনিংস' নিয়ে প্রশ্ন

দারুণ DRS বিরাটের

রিপ্লেতে দেখা যায়, বলটা স্টাম্পে আঘাত করত, আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন। উইকেট পাওয়ার পর কোহলি আনন্দে চিৎকার করে ওঠেন। দলের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি তখন মাঠের ধারে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন। বিরাটের এই সিদ্ধান্তের প্রশংসা করেন ফাফ ডু প্লেসি। যা হৃদয় জয় করেছিল। কোহলি ব্যাট হাতে ভাল পারফর্ম করেন। তিনি ৪৭ বলে দুর্দান্ত ৫৯ রানের ইনিংস খেলেন। একটা ছয় ও পাঁচটি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। কোহলি এবং ফাফ ডু প্লেসিসের ৫৬ বলে ৮৪ রানের সুবাদে আরসিবি চার উইকেটে ১৭৪ রান করে। ১৫০ রানে সমস্ত উইকেট হারায় পঞ্জাব কিংস।

Advertisement

আরও পড়ুন: আবারও RCB-র ক্যাপ্টেন বিরাট, কী হল ডু প্লেসির? 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (প্লেয়িং ইলেভেন): বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেট কিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, সুয়াশ প্রভুদেসাই, হর্ষাল প্যাটেল, ওয়েইন পার্নেল, মহম্মদ সিরাজ।

পঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): অথর্ব তাইডে, ম্যাথিউ শর্ট, হারপ্রীত সিং ভাটিয়া, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেট কিপার), শাহরুখ খান, হারপ্রীত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement